নিজস্ব সংবাদদাতা
অমর একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে নোয়াখালী জেলা বিএনপির আহবায়ক মাহবুব আলমগীর আলো ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন।
বৃহস্পতিবার দিবাগত শুক্রবার একুশের প্রথম প্রহরে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে নোয়াখালী কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি।
মাহবুব আলমগীর আলোর সঙ্গে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব হারুনুর রশীদ আজাদ, যুগ্ম-আহ্বায়ক অ্যাডভোকেট জাকারিয়া, জেলা বিএনপির সদস্য হায়দার বি এস সি, অ্যাডভোকেট আব্দুর রহমানসহ ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবকদল, বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী।
ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে নোয়াখালী জেলা বিএনপির আহবায়ক মাহবুব আলমগীর আলো সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, একুশে ফেব্রুয়ারি হচ্ছে স্বাধীন বাংলাদেশের ভিত্তি। একুশে ফেব্রুয়ারির ভাষা আন্দোলনের মধ্যদিয়ে বাংলাদেশের ভিত্তি স্থাপিত হয়েছিল। পরে স্বাধিকার সংগ্রামে বিভিন্ন মাইলফলক অতিক্রম করে একাত্তরের স্বত্ব এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমারের স্বাধীনতা ঘোষণার মধ্যদিয়ে বাঙালিরা পায় একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। আমরা প্রথমে ভাষা যোদ্ধা, অতঃপর একাত্তরে আমরা বীর মুক্তিযোদ্ধা।
মাহবুব আলমগীর আরো বলেন, স্বাধীন এই বাংলাদেশে দীর্ঘ ১৭ বছর নানা জুলুম-নির্যাতনের পর ২০২৪ সালের ৫ই আগষ্ট স্বৈরাচার শেখ হাসিনার পতনের মধ্য দিয়ে পুনরায় যে বাংলাদেশের বিজয় হয়েছে- সেই বাংলাদেশের পথ চলা আজকে সারাবিশ্বে বিস্ময়ের। জনগণের রায়ের মাধ্যমে বিএনপি আগামীতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বাঙালি জাতীয়তাবাদের উপর ভিত্তি করে সমৃদ্ধ বাংলাদেশ গড়তে বদ্ধপরিকর। এ সময় আগামীর নতুন বাংলাদেশ বিনির্মাণে সবার সহযোগিতা কামনা করেন তিনি।
এদিকে একুশের প্রথম প্রহরে নোয়াখালী কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান জেলা প্রশাসক, পুলিশ প্রশাসন ও উপজেলা প্রশাসনসহ সরকারি বিভিন্ন স্তরের কর্মকর্তারা। এরপর একে একে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন মুক্তিযোদ্ধা সংসদ, প্রেসক্লাবসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসহ সর্বস্তরের মানুষ।
বা বু ম/ সোহেল