নিজস্ব প্রতিবেদক
ঢাকার আশুলিয়ায় ইসলামী আন্দোলন বাংলাদেশের আশুলিয়া থানার নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। শুক্রবার (১৪ই ফেব্রুয়ারি) বিকেলে আশুলিয়ার আই.এ.বি মিলনায়তনে থানা মজলিসের সূরা অধিবেশনে ২০২৫-২০২৬ সেশনের কমিটি গঠন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা জেলা উত্তর শাখার সেক্রেটারি টি.এম মাহফুজ হোসাইন।
মজলিসের অধিবেশনে সর্বসম্মতি ক্রমে পূর্বের কমিটি বিলুপ্ত করে মুফতি সোলায়মান আহমেদ আজাদীকে পুনরায় সভাপতি মনোনিত করা হয়।

এ সময় উপস্থিত সদস্যদের কণ্ঠ ভোটে সেক্রেটারি পদে মনোনীত হয়েছেন আব্দুস সবুর। এছাড়াও পাঁচ সদস্যের কমিটিতে সিনিয়র সহ-সভাপতি হিসেবে মুফতি আনোয়ারুল ইসলাম
সহ-সভাপতি হিসেবে ইউনুস আলী ও জয়েন্ট সেক্রেটারি হিসেবে কাজী আসাদুজ্জামান মনোনিত হয়েছেন।
ইসলামী আন্দোলন বাংলাদেশের আশুলিয়া থানা শাখার সভাপতি মুফতি সোলায়মান আহমেদ আজাদীর সভাপতিত্বে হাফেজ আসাদুজ্জামানের সঞ্চালনায় অধিবেশনে বিশেষ অতিথি হিসেবে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা জেলা উত্তর শাখার ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক শাহ্ মো: আবু বকর সিদ্দিকসহ অনেকে উপস্থিত ছিলেন।
বা বু ম/ রানা