1. boyd94289@gmail.com : Ayon Islam : Ayon Islam
  2. tanvirinternational2727@gmail.com : NewsDesk :
  3. hrbangladeshbulletin@gmail.com : News Room : News Room
  4. 25.sanowar@gmail.com : Sanowar Hossain : Sanowar Hossain
  5. bangladeshbulleting646@gmail.com : Sohel Desk : Sohel Desk
শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৯:০৮ অপরাহ্ন

আশুলিয়ায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

  • সময় : বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৪২

নিজস্ব সংবাদদাতা

মৌসুম অনুযায়ী দুই মাস শীত থাকার কথা থাকলেও এবার ফাল্গুন মাসেও শিল্পাঞ্চল আশুলিয়ায় বেড়েছে শীত। এই পরিস্থিতি মোকাবেলায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণের উদ্যোগ নিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির সাভার উপজেলা শাখা।

সোমবার আশুলিয়া স্কুল এন্ড কলেজ মাঠ থেকে এই কর্মসূচি শুরু করেন তারা। বুধবার (১২ ফেব্রুয়ারি) দিনব্যাপী এ পর্যন্ত ছয় শতাধিক অসহায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

কম্বল বিতরণ কর্মসূচির আওতায় এসেছেন অসহায় পোশাক শ্রমিক ও রিক্সা চালকরা। সাধ্যমত এ কর্মসূচি চলমান রাখার ঘোষণা দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতৃবৃন্দরা।

কম্বল বিতরণ অনুষ্ঠানের প্রথম দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার মোঃ মোমিনুল ইসলাম ভূইয়া।

এসময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আশুলিয়া প্রতিনিধি তুহিন হোসাইন, ফারদিন আবির, নুপুর ইসলাম নোভা, হৃদয় এবং জাতীয় নাগরিক কমিটি সাভার উপজেলা প্রতিনিধি সেজুতি হোসাইন, মিজানুর রহমান মুকুল, জুলকার নাইন, এমদাদুল হক, রেজাসহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শীত বস্ত্র বিতরণকালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি উপজেলা শাখার নেতৃবৃন্দরা জানান, শেষ রাতের তীব্র শীতে কষ্টে আছে আশুলিয়া শিল্পাঞ্চলের অসহায় মানুষ। তাদেরকে উষ্ণতার হাত বাড়িয়ে দিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি সাভার উপজেলা শাখার পক্ষ থেকে শীতার্ত মানুষের মাঝে আমরা শীতবস্ত্র বিতরণ করছি। ভবিষ্যতেও এই অঞ্চলের মানুষের কল্যাণের জন্য আমরা কাজ করে যাবো।

শীত বস্ত্র গ্রহণকারীদের মধ্যে পোশাক শ্রমিক বৃষ্টি আক্তার বলেন, মৌসুমী শেষ সময়ের এই গত কয়েকদিন যাবত গভীর রাত থেকে তীব্র শীতে রাতে ঘুমাতে খুব কষ্ট হয়েছে। ছাত্র নেতৃবৃন্দের দেয়া কম্বল পেয়ে সেই কষ্ট এখন লাঘব হবে।

বা বু ম/ এস আর

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের অন্যান্য খবর
©বাংলাদেশবুলেটিন২৪