1. boyd94289@gmail.com : Ayon Islam : Ayon Islam
  2. tanvirinternational2727@gmail.com : NewsDesk :
  3. hrbangladeshbulletin@gmail.com : News Room : News Room
  4. 25.sanowar@gmail.com : Sanowar Hossain : Sanowar Hossain
  5. bangladeshbulleting646@gmail.com : Sohel Desk : Sohel Desk
শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৬:০৮ অপরাহ্ন

স্টামফোর্ড এন্টি ড্রাগ ফোরামের দায়িত্বে রীতম ও রিদওয়ান

  • সময় : মঙ্গলবার, ২৮ জানুয়ারী, ২০২৫
  • ২৬৫

ক্যাম্পাস প্রতিনিধি-

মাদকমুক্ত যুবসমাজ গড়ার প্রত্যয় নিয়ে প্রথমবারের মতো গত যাত্রা শুরু করলো বিশ্ববিদ্যালয় ভিত্তিক দেশের প্রথম মাদক বিরোধী সংগঠন “স্টামফোর্ড এন্টি ড্রাগ ফোরাম (এসএডিএফ)”।

গত বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয় স্টুডেন্ট ওয়েলফেয়ার স্ট্যামফোর্ড এন্টি ড্রাগ ফোরাম কার্যনির্বাহী পরিষদ-২০২৫ এর আনুষ্ঠানিক অনুমোদন প্রদান করে।

সংগঠনটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী রীতম দত্ত এবং সাধারণ সম্পাদক এর দায়িত্ব পেয়েছেন ব্যবসায় প্রশাসন(বিবিএ) বিভাগের শিক্ষার্থী রিদওয়ান ইসলাম চৌধুরী।

স্টামফোর্ড এন্টি ড্রাগ ফোরাম ২০১৬ সাল থেকে আনুষ্ঠানিক ভাবে যাত্রা শুরু করে। সূচনা লগ্ন হতেই সংগঠনটিএক ঝাঁক তরুণ-তরুণীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণের পাশাপাশি সমাজকে মাদক মুক্ত করতে তরুণদের সচেতন করার চেষ্টা করে যাচ্ছে।

এই উদ্যমী তরুণ তরুণীদের নিজের অভিজ্ঞতালব্ধ জ্ঞান এবং সদিচ্ছা দ্বারা সকল প্রকার পরামর্শ দিয়ে চলেছেন সংগঠনটির কনভেনর ও স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক ইতি লায়লা কাজী।

এছাড়াও উক্ত সংগঠনের সহ সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন ইইই বিভাগের শিক্ষার্থী নুসরাত জাহান । অন্যান্য পদে যারা দায়িত্ব পেয়েছেন তারা হলেন কোষাধ্যক্ষ রানা,সাংগঠনিক সম্পাদক ফারদিন নূর,পাবলিক রিলেশন সেক্রেটারি অমিত মজুমদার,সোশ্যাল মিডিয়া সেক্রেটারি অভিজিৎ মিত্র, খেলাধুলা এবং সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক পৌশালি দাস, এলামনাই রিলেশনস কো-অর্ডিনেটর মো:আল-সাহাব,মেম্বারশিপ কো-অর্ডিনেটর মাহমুদুল হাসান এবং একাডেমিক অ্যাফেয়ার সেক্রেটারি রোকসানা খোন্দকার রিম।

মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর অধীনে কাজ করা এই সংগঠনটি বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে মাদকবিরোধী বিভিন্ন অনুষ্ঠান,সেমিনার আয়োজন করার পাশাপাশি শিক্ষার্থীদের মাদকের ভয়াবহতা বুঝাতে এবং এর ভয়াল থাবা থেকে নিজেকে সুরক্ষিত রাখতে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের অন্যান্য খবর
©বাংলাদেশবুলেটিন২৪