1. boyd94289@gmail.com : Ayon Islam : Ayon Islam
  2. tanvirinternational2727@gmail.com : NewsDesk :
  3. hrbangladeshbulletin@gmail.com : News Room : News Room
  4. 25.sanowar@gmail.com : Sanowar Hossain : Sanowar Hossain
  5. bangladeshbulleting646@gmail.com : Sohel Desk : Sohel Desk
শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ০৭:২২ পূর্বাহ্ন

তিন ঘণ্টা পর রাজশাহীর সাথে সারাদেশের ট্রেন চলাচল শুরু

  • সময় : সোমবার, ১৩ জানুয়ারী, ২০২৫
  • ১৫৩

ডেস্ক রিপোর্ট-

রাজশাহীর পুঠিয়ায় চিলাহাটিগামী তিতুমীর এক্সপ্রেসের বগি লাইনচ্যুত হওয়ার তিন ঘণ্টা পর উদ্ধারকাজ শেষে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।পশ্চিমাঞ্চল রেলওয়ের অ্যাসিসটেন্ট ইঞ্জিনিয়ার আবদুর রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, লাইনচ্যুত বগি উদ্ধারের কাজ শেষে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। আজ সোমবার সকাল সাড়ে ৯টার দিকে উদ্ধারকাজ শেষে রাজশাহীর সঙ্গে সারাদেশের চলাচল শুরু হয়।

এর আগে, সকাল ৬টায় ৩৬ মিনিটে পুঠিয়া উপজেলার বেলপুকুর এলাকায় ‘তিতুমীর এক্সপ্রেস’ ট্রেনটি লাইনচ্যুত হয়। এতে রাজশাহীর সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। এতে ট্রেন যাত্রীরা দুর্ভোগে পড়েন। পাশাপাশি স্টেশনেও আটকা পড়ে বিভিন্ন গন্তব্যের ট্রেন। পরে রিলিফ ট্রেন এসে উদ্ধার করে দুর্ঘটনাকবলিত ট্রেনটি।

রাজশাহী রেলওয়ে স্টেশন ম্যানেজার আবুল কালাম আজাদ জানান, রাজশাহী থেকে ছেড়ে যাওয়ার কিছুক্ষণ পরে বেলপুকুর এলাকায় পৌঁছলে তিনটি বগি লাইনচ্যুত হয়। ফলে সকাল থেকেই রাজশাহী স্টেশন থেকে অন্য ট্রেন চলাচল বন্ধ ছিল। রাজশাহীমুখী অন্য ট্রেনগুলোও পথে আটকা পড়ে। তবে উদ্ধারকাজ শেষ হয়েছে। ট্রেন চলাচলও স্বাভাবিক হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের অন্যান্য খবর
©বাংলাদেশবুলেটিন২৪