ক্যাম্পাস প্রতিনিধি-
“ভবিষ্যত সাংবাদিকদের ক্ষমতায়ন: গণতন্ত্রে প্রযুক্তির ভূমিকা” শীর্ষক একটি সেমিনার বুধবার (৩০ অক্টোবর, ২০২৪) স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।
সেমিনারের প্রধান আলোচক হিসেবে বক্তব্য প্রদান করেন যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান ‘কর্নার অ্যালায়েন্স‘,এর প্রিন্সিপাল কনসালটেন্ট ড. হিদার অ্যাশবি।
সেমিনারটি যৌথভাবে আয়োজন করেছে স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যায়ন বিভাগ এবং যুক্তরাষ্ট্রের ঢাকা দূতাবাস।
সেমিনারে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মনিরুজ্জামান এবং কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড.কাজী আব্দুল মান্নান। এছাড়াও সাংবাদিকতা বিভাগের শিক্ষকবৃন্দ ও যুক্তরাষ্ট্র দূতাবাসের কর্মকর্তাবৃন্দ সেমিনারে উপস্থিত ছিলেন।
তানজিন আক্তারের সঞ্চালনায় স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের সাধারণ শিক্ষার্থীবৃন্দ সেমিনারটিতে অংশগ্রহণ করেন।