ডেস্ক রিপোর্ট-
স্টামফোর্ড বিশ্ববিদ্যালয় বাংলাদেশের ‘স্পোর্টস ক্লাবের’ আয়োজনে ‘ইন্ট্রা ইউনিভার্সিটি মিনিবার ফুটবল টুর্নামেন্ট’ ২০২৪-এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী পর্ব অনুষ্ঠিত হয়েছে।
১৭ সেপ্টেম্বর, ২০২৪ হতে শুরু হওয়া ফুটবল টুর্নামেন্টটি গত রবিবার (২৭ অক্টোবর) স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের সিদ্ধেশ্বরী ক্যাম্পাসে ফাইনাল ম্যাচের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে শেষ হয়।
ফাইনালে আইন বিভাগ বনাম পরিবেশ বিজ্ঞান বিভাগের তুমুল লড়াইয়ে সমতার পর টাইব্রেকারে পরিবেশ বিজ্ঞান বিভাগ আইন বিভাগকে হারিয়ে টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মনিরুজ্জামান। সভাপতিত্ব করেন স্টামফোর্ড ইউনিভার্সিটি স্পোর্টস ক্লাবের কনভেনর মো. গোলাম রাব্বানী। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. ইউনুছ মিয়া, ট্রেজারার অধ্যাপক ড. জিয়াউল হাসান, প্রক্টর মৃত্যুঞ্জয় আচার্য্য, স্পোর্টস ক্লাব কনভেনর মোঃ গোলাম রাব্বানী, বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. আহমদ কামরুজ্জামান মজুমদার,পরিবেশ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ড. মাহমুদা পারভীন, আইন বিভাগের চেয়ারম্যান ইসরাত জাহান অ্যানি সহ বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, শিক্ষক, কর্মকর্তা, শিক্ষার্থীবৃন্দ।
এ বিষয়ে স্পোর্টস ক্লাবের সভাপতি তৌহিদুল ইসলাম লিমন বলেন, “অনেক লম্বা সময় পরে ইউনিভার্সিটিতে সকল ডিপার্টমেন্ট নিয়ে এরকম আয়োজন করতে পেরে আমার খুবই ভালো লাগছে। স্যারদের প্রতি আমি খুবই কৃতজ্ঞ। এছাড়া ক্লাবের সজীব, ফাহিম, রানা, ইফাজ, আরিফুল, সিয়াম, রেদুয়ান, জিহাদ, দিহান সহ যারা আছে তাদের কথা না বললেই নয়। তাদের সকলের অক্লান্ত পরিশ্রমেই এই আয়োজন আমরা সুন্দরভাবে শেষ করতে পেরেছি।”