সাম্প্রতিক করোনা সংকটাপন্ন সময়ে মহজমপুরসহ আশেপাশের গ্রামগুলোতে ডাকাতদের আনা-গোনা এবং মাদক বিক্রি বেড়ে গেছে। বিভিন্ন পাড়া-মহল্লা থেকে মাদক কেনা বা সেবনের জন্য এই গ্রামে দিনরাত ভিড় জমাচ্ছে। সমস্ত গ্রামবাসী এই ব্যাপারে অতিষ্ঠ হয়ে গত ১৯ শে জুন রোজ শুক্রবার মহ্জমপুর বাজারে মোঃ শহীদুল্লাহ সরকার এর সভাপতিত্বে একটি সভা করেন। সবার মূল উদ্দেশ্য ছিল প্রশাসনের সহযোগিতা নিয়ে মাদকের বিরুদ্ধে অভিযান এবং ডাকাতের উপদ্রব থেকে গ্রামবাসীকে রক্ষার জন্যে পাহাড়ার ব্যবস্থা করা হয়।গত ২৭ জুন সিরাজুল হকের ছেলে ইয়াবা ট্যাবলেট ব্যবসায়ী মাঝহারুল দিনের আলোতে খোলা রাস্তায় ইয়াবা ট্যাবলেট ডেলিভারি দেওয়ার সময় গ্রামবাসী ৪৮ পিছ ইয়াবা ট্যাবলেট সহ হাতে-নাতে ধরে তালতলা বাজার তদন্ত কেন্দ্রের পুলিশকে খবর দেয়,পরবর্তীতে এস,আই জয়নাল এসে তাকে ৪৮ পিছ ইয়াবা ট্যাবলেট সহ ধরে তালতলা বাজার তদন্ত কেন্দ্রে নিয়ে যায় এবং একটি মাদক মামলা দায়ের করে কোর্টে চালান দিয়ে দেয়। আরো উল্লেখ থাকে যে এই দলের অন্যতম সদস্য মানে মাঝহারুল এর চাচাতো ভাই মোঃ সফর এর নামে ইয়াবা ট্যাবলেট ব্যবসায়ী হিসেবে অনেক মামলা আছে এবং পুলিশ তাকে অনেক বার থানায় নিয়ে জেল হাজতে পাঠায় এবং এই মাজহারুল এর বিরুদ্ধে চুরি-ছিনতাই, ইয়াবা ট্যাবলেট, গাঁজা সহ আরো অনেক অভিযোগ রয়েছে বলে গ্রামবাসীর দাবি।
গ্রামবাসী মাদক অভিযানে সক্রিয় হওয়ার পর থেকে একটি কুচক্রী মহল মাদক ব্যবসায়ীদের শক্তি,সাহস ও অর্থ জোগান দিয়ে সহযোগিতা করছে যাতে করে মাদক ব্যবসা আরো প্রসারিত করতে পারে এবং গ্রামবাসীদের দেখে নেবে বলে হুমকি-ধামকি দিচ্ছে। মাদক ব্যবসায়ীদের নির্মূল করা না গেলে এলাকায় চুরি-ডাকাতি বেড়ে যাওয়ার আশঙ্কা করছে এলাকাবাসী। তাই প্রশাসনের কাছে গ্রামবাসীর দাবি এই কুচক্রী মহলের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য।