স্টাফ রিপোর্টার-
বন্যাদুর্গত এলাকায় বানভাসি মানুষের মাঝে লাইফ জ্যাকেট এবং শুকনো খাদ্যসামগ্রী বিতরণ কার্যক্রম পরিচালনা করছে পুরান ঢাকার স্বেচ্ছাসেবী সংগঠন “মাঞ্জা”।
শুক্রবার (২৪ আগস্ট) রাত থেকে এখন পর্যন্ত মাঞ্জা কর্তৃক বন্যাকবলিত কুমিল্লার বুড়িচং এবং ফেনীর মহিপাল এলাকায় লাইফ জ্যাকেট ও তিন শতাধিক পানি বন্দি মানুষকে শুকনো খাবার দেয়া হয়েছে।
এছাড়া, মাঞ্জা’র সদস্যরা এই এলাকাগুলোতে বন্যার কারণে আটকে পড়া বেশ কয়েকজন বয়োবৃদ্ধ এবং শিশুদের উদ্ধারে সহায়তা করে৷
ত্রাণ কার্যক্রম পরিচালনা প্রসঙ্গে “মাঞ্জার” প্রতিষ্ঠাতা সদস্য, কে এম আল রাফসানজানি সিদ্দিকী ( দিগন্ত ) বলেন , নিজস্ব উদ্যোগে মানবিক কারণে আমরা এগিয়ে এসেছি। দেশের এই খারাপ সময়ে ঘরে বসে থাকা যায় না। আমরা দেশের মানুষের যে কোনো সংকটে পাশে থাকার চেষ্টা করি।