স্টাফ রিপোর্টার-
চলমান চার লেনের কাজ ও ঈদে গাড়ির চাপ বৃদ্ধি পাওয়ায় ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে প্রায় ১২কিলোমিটার এলাকাজুরে থেমে থেমে যানজটের সৃষ্টি হয়েছে। এতে বিপাকে পড়েছেন চলক ও সাধারণ যাত্রীরা।
বুধবার (১২ মে) ভোরে বঙ্গবন্ধু সেতু পূর্ব থেকে এলেঙ্গা পর্যন্ত ওই তীব্র যানজটের সৃষ্টি হয়।
এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির (ওসি) মীর মো. সাজেদুর রহমান জানান, এলেঙ্গা থেকে সেতু পর্যন্ত মহাসড়কে চার লেনের কাজ চলমান রয়েছে। এ ছাড়াও ঈদ উপলক্ষে পশুবাহী ট্রাক এবং অন্যান্য যানবাহনের চাপ বৃদ্ধি পাওয়ায় বঙ্গবন্ধু সেতু পূর্ব থেকে এলেঙ্গা পর্যন্ত প্রায় ১২ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়েছে।
প্রচণ্ড গরমে ঘণ্টার পর ঘণ্টা গাড়িতে বসে থাকতে হচ্ছে। তবে যানজট নিরসনে মহাসড়কে পুলিশ কাজ করছে। দ্রুতই যান চলাচল স্বাভাবিক হবে বলেও জানিয়েছেন তিনি।