নিজস্ব প্রতিনিধিঃ
এনএসআই এর তথ্যের ভিত্তিতে ২৮.০৫.২০২৪ খ্রিঃ ২২:২৫ ঘটিকায় সৌদিয়া এয়ারলাইন্স এর ফ্লাইট (SV804) যোগে আগত এয়ারলাইন্সের কেবিন ক্রু Mst Rokeya Khatun (বাংলাদেশী পাসপোর্ট নং -A00025287) এর দেহ তল্লাশি করে কাস্টমস কর্তৃপক্ষ কর্তৃক ১১ টি স্বর্ণের বার, ০৬ টি র- গোল্ডের চুড়ি ও ০১টি চেইন সহ প্রায় ১,৯৭৯ গ্রাম র-গোল্ড উদ্ধার করা হয়।
উদ্ধার অভিযানের সময় বিভিন্ন সংস্থার দায়িত্বরত কর্মকর্তা কর্মচারীসহ কাস্টমস এবং বিমানবন্দর এপিবিএন এর কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
উদ্ধারকৃত স্বর্ণ সহ আটককৃত ক্রু বর্তমানে কাস্টমস হেফাজতে রয়েছে। বিমানবন্দরে চোরাচালান ঠেকাতে অন্যান্য সংস্থার পাশাপাশি জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) তাদের গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করেছে।