স্টাফ রিপোর্টার-
ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক-তেজগাঁও বিভাগ ভুয়া এক পুলিশ সদস্যকে আটক করেছে। আটককৃত ওই ব্যক্তির নাম মোঃ আসিফ ইকবাল।
ডিএমপি মিডিয়া উইং এর অতিরিক্ত পুলিশ কমিশনার কে এন রায় নিয়তি গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ঘটনাটি আজ মঙ্গলবার সকালে রাজধানীর উড়োজাহাজ ক্রসিংয়ে। প্রতিদিনের ন্যায় উড়োজাহাজ ক্রসিংয়ে দায়িত্বপালন করছিলেন পুলিশ সার্জেন্ট মোহাম্মদ আবুল কালাম আজাদ। সকাল অনুমান দশটার দিকে উড়োজাহাজ ক্রসিংয়ের উত্তর সিগন্যাল চলার সময় পশ্চিম সিগন্যালের লেকরোড থেকে সিগন্যাল অমান্য করে এক ব্যক্তি তার মোটরসাইকেল নিয়ে সামনে এগিয়ে আসলে দায়িত্বরত সার্জেন্ট মোহাম্মদ আবুল কালাম আজাদ তার গতিরোধ করেন। সিগন্যাল অমান্য করা সেই ব্যক্তি নিজেকে পুলিশ পরিচয় দেন, তিনি বলেন তিনি এসবির একজন এসআই। তার গতিবিধি সন্দেহজনক হলে সার্জেন্ট তার পুলিশ আইডি কার্ড দেখতে চান কিন্তু তিনি তা দেখাতে ব্যর্থ হন এবং পালানোর চেষ্টা করেন। তখন দায়িত্বরত সার্জেন্ট মোটরসাইকেলসহ সেই ব্যক্তিকে আটক করে উড়োজাহাজ ক্রসিংয়ের তদারকি অফিসার পুলিশ পরিদর্শক শহর ও যানবাহন মোঃ ইসমাইল করিমের নিকট নিয়ে যান।
সহকারী পুলিশ কমিশনার বলেন, পরবর্তী সময়ে তাকে জিজ্ঞাসাবাদে জানা যায়, তিনি ভুয়া পুলিশ পরিচয় দিয়ে এভাবে অনেকদিন ধরেই ঢাকা মহানগরীতে চলাচল করছেন। পরবর্তীতে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উক্ত ব্যক্তি মোঃ আসিফ ইকবালকে গ্রেফতার করে তার ব্যবহৃত মোটরসাইকেল (ঢাকা মেট্রো ল-৪৯-৪৭৯৯) সহ শেরেবাংলা নগর থানায় প্রেরণ করা হয়। তার বিরুদ্ধে ডিএমপির শেরেবাংলা নগর থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।