1. boyd94289@gmail.com : Ayon Islam : Ayon Islam
  2. tanvirinternational2727@gmail.com : NewsDesk :
  3. hrbangladeshbulletin@gmail.com : News Room : News Room
  4. 25.sanowar@gmail.com : Sanowar Hossain : Sanowar Hossain
  5. bangladeshbulleting646@gmail.com : Sohel Desk : Sohel Desk
শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০১:১১ পূর্বাহ্ন

আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন ছাত্রলীগ সভাপতিসহ ৬ জনের বিরুদ্ধে মামলা

  • সময় : শুক্রবার, ৩ মে, ২০২৪
  • ২৪৯

সাকিব আসলাম

সাভারের আশুলিয়ায় শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় অবশেষে ৮ দিন পর ইয়ারপুর ইউনিয়ন (ইউপি) চেয়ারম্যানের ছেলে ও ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সাব্বির আহমেদ কাব্য ভূঁইয়াসহ ৬ জনের বিরুদ্ধে মামলা গ্রহন করেছে পুলিশ।

বৃহস্পতিবার রাতে হামলায় আহত ৯ শিক্ষার্থীর মধ্যে সাইফুল ইসলাম বাদী হয়ে আশুলিয়া থানায় মামলা দায়ের করেন।

শুক্রবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন মামলার তদন্ত কর্মকর্তা ও আশুলিয়া থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) নির্মল কুমার দাস।

মামলার আসামিরা হলেন, আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শামীম আহমেদ সুমন ভুইয়ার ছেলে ও ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সাব্বির আহমেদ কাব্য ভূঁইয়া(২৩), মনোয়ার হোসেন রাজকুমার রাজু(২৮), সোহাগ (২৬), মারুফ ভুঁইয়া (২৫), ইমন(২৮) ও ইভান (১৮)। এছাড়াও অজ্ঞাত আরো ২০ জনকে মামলায় আসামি করা হয়েছে।

এরআগে শিক্ষার্থীরা আশুলিয়ার জামগড়া বটতলা এলাকার রেইন ফরেস্ট পার্কের সুইমিং পুলে গোসল শেষ করে বাড়ি ফেরার পথে বৃহস্পতিবার (২৫ এপ্রিল) দুপুর ২ টা ৩০ মিনিটের দিকে আশুলিয়ার জামগড়া এলাকার আরফান মার্কেটের সামনে অতর্কিত হামলার শিকার হন।

হামলার ঘটনায় কলেজ শিক্ষার্থী নাহিদ হাসান (২২), নূর হাসনাত নাধভি (১৮), হিমেল ভুঁইয়া (২১), সাইফুল ইসলামসহ(২৩) নয় জন গুরুতর আহত হয়।

ঘটনার দিন রাতে ভুক্তভোগী নাহিদ হাসান বাদী হয়ে পক্ষে তার ভাই মেহেদী হাসান আশুলিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করলে অভিযুক্তরা ওই পরিবারের সদস্যদের নানা ভাবে হুমকি দিতে থাকেন। পরে বাংলাদেশ বুলেটিন ডটকমে সংবাদ প্রকাশিত হলে ঘটনার ৮ দিন পর ভুক্তভোগী সাইফুল ইসলাম বাদী হয়ে এজাহার দায়ের করলে মামলা নথিভুক্ত করে আশুলিয়া থানা পুলিশ। তবে এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি।

৮ দিন পর হলেও মামলা নেওয়ায় আশুলিয়া থানা পুলিশের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আসামিদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন ভুক্তভোগী পরিবারগুলো।

মামলার এজাহার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে সাইফুল ইসলামসহ হিমেল ভুঁইয়া, আল আমিন, নাঈম, নাহিদ হাসান, নূর হাসনাত নাধভি, তার সহপাঠীদের নিয়ে আশুলিয়ার জামগড়া বটতলা এলাকার রেইন ফরেস্ট পার্কের সুইমিং পুলে গোসল শেষে বাড়ি ফিরছিলেন। ফেরার পথে জামগড়া এলাকার আরফান মার্কেটে অবস্থিত আজাদের মালিকানাধীন ঝুট গোডাউনের সামনে ইয়ারপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সাব্বির আহমেদ কাব্য ভূঁইয়ার নেতৃত্বে অভিযুক্তরা ধারালো রামদা, রড ও হকিস্টিক নিয়ে শিক্ষার্থীদের ওপর হামলা চালান। এ সময় সাইফুল ইসলামসহ অন্যরা হামলার শিকার হন। পরে স্থানীয় লোকজন এসে তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। এ সময় ভুক্তভোগীদের ব্যবহৃত ১৫০ সিসির একটি পালসার মোটরসাইকেল ছিনতাই করে নিয়ে যায় অভিযুক্তরা।’

ঘটনার পর গাঁ ঢাকা দিয়েছে প্রধান অভিযুক্ত সাব্বির আহমেদ কাব্য ভূঁইয়া। তার ব্যবহৃত মোবাইল ফোন নম্বরটি বন্ধ পাওয়া গেছে।

এ বিষয়ে মামলার তদন্ত কর্মকর্তা ও আশুলিয়া থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) নির্মল কুমার দাস বাংলাদেশ বুলেটিন ডটকমকে জানান, শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় কাব্য ভূঁইয়াসহ ৬ জনের বিরুদ্ধে মামলা নথিভুক্ত করা হয়েছে। তাদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

বা বু ম/ অভিজিৎ রায়

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের অন্যান্য খবর
©বাংলাদেশবুলেটিন২৪