স্টাফ রিপোর্টার-
রাজধানীর পল্লবী এলাকা থেকে আইএমআই নম্বর পরিবর্তনকারী সংঘবদ্ধ চোরাই মোবাইল চক্রের ৪ সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে র্যাব-৪। এসম বিভিন্ন ব্র্যান্ডের বিপুল পরিমাণ চোরাই মোবাইল ফোন জব্দ করেছ র্যাব।
শুক্রবার (২৯ মার্চ) র্যাব-৪ সদরদপ্তরের প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানা যায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, রাজধানীর পল্লবী এলাকায় মোবাইল চোর চক্রের একটি সক্রিয় দল বেশ কিছুদিন যাবৎ চোরাই মোবাইল কেনা বেচা করে আসছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে গতকাল ২৮ মার্চ রাতে র্যাব-৪ এর একটি আভিযানিক দল উক্ত এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন ব্র্যান্ডের সর্বমোট ১৫০ টি চোরাইকৃত মোবাইল ফোনসহ নিম্মোক্ত ০৪ জন চোর চক্রের সক্রিয় সদস্যকে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃতরা হলেন- মোঃ রাশেদুল ইসলাম (৪৫), মোঃ রাতুল (২৩), মোঃ ইব্রাহিম (২৫) এবং মোঃ সাগর (৪০)।
গ্রেফতারকৃত আসামীদের প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে জানানো হয়, তাদের দলের অর্ধশতাধিক সদস্য রয়েছে, যারা ছিনতাই, চুরি ও লুন্ঠনের মাধ্যমে সাধারণ ও নিরীহ পথযাত্রীদের ব্যবহৃত মোবাইল ফোন চুরি বা ছিনিয়ে নিয়ে গ্রেফতারকৃতদের নিকট হস্তান্তর করতো। পরবর্তীতে গ্রেফতারকৃতরা চোরাই সেসব মোবাইলফোনসমূহের আইএমইআই নম্বর পরিবর্তন ও পরিবর্ধন করে দীর্ঘদিন যাবৎ গোপনে ঢাকা মহানগরসহ আশপাশের এলাকায় বিক্রয় করে আসছিলো। উদ্ধারকৃত চোরাই মোবাইল ফোন সমূহের আনুমানিক বাজার মূল্য ৩ লক্ষাধিক টাকা।
গ্রেফতারকৃত আসামীদের’কে সংশ্লিষ্ট থানায় হস্থান্তর করা হয়েছে।
অদূর ভবিষ্যতে এরূপ অপরাধীদের বিরুদ্ধে র্যাব-৪ এর জোড়ালো অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে র্যাব।