1. boyd94289@gmail.com : Ayon Islam : Ayon Islam
  2. tanvirinternational2727@gmail.com : NewsDesk :
  3. hrbangladeshbulletin@gmail.com : News Room : News Room
  4. 25.sanowar@gmail.com : Sanowar Hossain : Sanowar Hossain
  5. bangladeshbulleting646@gmail.com : Sohel Desk : Sohel Desk
শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৩:৩৭ পূর্বাহ্ন

নৌ পুলিশের চলমান বিভিন্ন অভিযানে ২৪ ঘন্টায় ১১ মৎস্য মামলা!

  • সময় : রবিবার, ২৪ মার্চ, ২০২৪
  • ১৬৬

ডেস্ক রিপোর্ট –

দেশের মৎস্য সম্পদ রক্ষা ও নৌ পথে নিরাপত্তা নিশ্চিতকরণে নৌ পুলিশ দেশব্যাপী বিভিন্ন অভিযান পরিচালনা করছে। চলমান এ অভিযানে গত ২৪ ঘন্টায় ১১টি মৎস্য মামলা দায়ের করেছে নৌ পুলিশ।

রবিবার (২৪ মার্চ) বিকেলে নৌ পুলিশ হেডকোয়ার্টার্সের পুলিশ সুপার (ট্রেনিং, ক্যারিয়ার প্ল্যানিং এন্ড মিডিয়া) কাজী নুসরাত এদীর লুনা তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় নৌ পুলিশের বিভিন্ন অভিযানে মোট ৬৩ লক্ষ ৯১ হাজার ৮৭০ মিটার অবৈধ জাল, ১ হাজার ৫ শত ২৭ কেজি মাছ, বিভিন্ন প্রজাতির বাগদা রেনু পোনা ৩ লক্ষ ১৬ হাজার ৫০০ পিস, ৭ কেজি কাঁকড়া এবং ৬ টি ঝোপ ধ্বংস করা হয়।

এছাড়া এই অভিযানে ১৯ জনের বিরুদ্ধে মোট ১১ টি নিয়মিত মামলা রুজু করা হয় এবং ৪৯ জনকে আটক করা হয়।

তিনি আরও জানান, অভিযানে একটি মাটি কাটার গ্রাফি জব্দ করা হয়েছে  ও ২টি বাল্কহেডের বিরুদ্ধে প্রসিকিউশন দাখিল করা হয়েছে।

তিনি বলেন, জব্দকৃত অবৈধ জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে, মাছ এতিমখানায় বিতরন এবং মাছের রেনু পোনাপানিতে অবমুক্ত করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের অন্যান্য খবর
©বাংলাদেশবুলেটিন২৪