নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন “আনসার আল ইসলাম” এর ৩ (তিন) জন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে পুলিশের এন্টি টেররিজম ইউনিট (এটিইউ)।
গ্রেফতারকৃতরা হলেন- বি এম বাহাউদ্দিন আহম্মেদ ওরফে চমক (২৮), মোঃ আলী আকবর ওরফে জনি (২৭) এবং মোঃ আশরাফ আলী (২৮)।
শনিবার (২ মার্চ) দুপুরে এন্টি টেররিজম ইউনিট (এটিইউ) মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস উইং এর পুলিশ সুপার ব্যারিস্টার মাহফুজুল আলম রাসেল এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ সুপার মাহফুজুল আলম রাসেল জানান, রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা ডিজিএফআই এর তথ্য সহায়তায় নারায়নগঞ্জ জেলার আড়াইহাজারের সাতগ্রাম ইউপির ০৯ নং ওয়ার্ডের পাঁচরুখী এলাকায় অভিযান চালিয়ে বি এম বাহাউদ্দিন আহম্মেদ ওরপে চমক (২৮) কে গ্রেফতার করা হয়। পরবতীর্তে তার দেয়া তথ্যমতে নারায়নগঞ্জ জেলার রূপগঞ্জ থানাধীন ভূলতা ইউপির ৬ নং ওয়ার্ডের দক্ষিণ গোলাকান্দাইল এলাকা থেকে মোঃ আলী আকবর ওরফে জনি (২৭) কে এবং একই দিন সন্ধ্যায় ঢাকা জেলার আশুলিয়া থানাধীন ০৪ নং ইয়ারপুর ইউনিয়নের পাটোয়ারী ম্যানশন, সোনামিয়া মার্কেট, জিরাবো এলাকা থেকে মোঃ আশরাফ আলী (২৮) কে গ্রেফতার করে এটিইউ।
তিনি আরও জানান, গ্রেফতারকৃত আসামীদের নিকট থেকে উগ্রবাদী কর্মকাণ্ডে ব্যবহৃত দুটি এন্ড্রয়েড মোবাইল ফোন, একটি ট্যাব, একটি বাটন মোবাইল ফোন এবং বিপুল সংখ্যক উগ্রবাদী বই জব্দ করা হয়েছে।
তিনি বলেন, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন যাবৎ অনলা্ইন প্ল্যাটফর্ম ব্যবহার করে বিভিন্ন উগ্রবাদী কন্টেন্ট এর প্রচার-প্রচারণাসহ বাংলাদেশে তথাকথিত খিলাফত রাষ্ট্র প্রতিষ্ঠার উদ্দেশ্যে নিষিদ্ধ সংগঠন ‘আনসার আল ইসলাম’ এর পক্ষে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছিলেন। তারা সাধারণ মানুষের মধ্যে উগ্রবাদী মতাদর্শ প্রচার ও আতংক সৃষ্টির মাধ্যমে দেশের আইনশৃংঙ্খলা পরিস্থিতির অবনতি এবং নাশকতার জন্য পরিকল্পনা ও প্রস্তুতি নেয়ার জন্য নিজেদের মধ্যে যোগাযোগ চালিয়ে যাচ্ছিলেন।