ফরিদপুরের বোয়ালমারী উপজেলার দাদপুর ইউনিয়নের চেয়ারম্যানের বিরুদ্ধে গাছ কাটা নিয়ে ষড়যন্ত্র করে অপপ্রচারের করা হচ্ছে বলে অভিযোগ করেছেন চেয়ারম্যান মোশাররফ হোসেন ও ভুক্তভোগী পরিবার।
ঝড়ে গাছ পড়ে কৃষকের ঘর ক্ষতিগ্রস্থ হলে কৃষক পরিবারকে উপকার করতে গিয়ে গাছ কাটতে গেলে মিথ্যা প্রচার চালাচ্ছে এলাকার একটি প্রতিপক্ষ জানালেন- ইউপি চেয়ারম্যান মোশাররফ হোসেন Iতিনি আরো জানান-ঘরের উপর গাছ ভেঙ্গে পড়ার কারনে সেকেন মোল্যা তার পরিবার নিয়ে রান্না ঘরে বসবাস করে আসছে।সংস্কার করার জন্য ওই গাছ কেটে ইউনিয়ন পরিষদে আনার পথে গাছের অংশগুলোর ছবি তুলে আমার বিরুদ্ধে অপ্রচার চালাচ্ছে আমার প্রতিপক্ষ।
সেকেন মোল্যা বলেন- ঝড়ে আমার ঘরের উপরে গাছ পড়ে আমার বসত ঘরটি ভেঙ্গে যায়। ঘরটি ভেঙ্গে পড়ার কারনে আমার পরিবার নিয়ে রান্না ঘরে বসবাস করি। গত ২৫ মে আমি চেয়ারম্যানের কাছে গিয়ে সব খুলে বললে চেয়ারম্যান আমার বাড়িতে এসে ঘুরে দেখে আমাকে বলেন, গাছ কেটে ইউনিয়ন পরিষদে দিয়ে আসবা এবং গাছ কাটার লিবারের মুজুরি আমি দিয়ে দিবো। গাছ কেটে নেওয়ার পর কুন্দারদিয়া গ্রামের বাসিন্দা হারুন ও বাবলু গাছের ছবি তুলে চেয়ারম্যানের জনপ্রিয়তা নষ্ট করার চেষ্টা করছে।তিনি প্রশ্ন করেন – ইউনিয়নের কোন বাসিন্দা সমস্যায় পড়লে তার পাশে দাঁড়ানো কি অপরাধ?এ ব্যাপারে বাবলু দাবি করেন- গাছ ডোবরা ব্রীজের উপর দেখতে পাই।চেয়ারম্যান মুঠোফোনে(০১৭৬২২৫৬৬৫৫) তা অস্বীকার করে বলেন ভিত্তিহীন ও মনগড়া তথ্য বলে বেড়াচ্ছে বাবলু।গাছ সরাসরি পরিষদে নিয়ে আসা হয়।