স্টাফ রিপোর্টার-
মতিঝিল আইডিয়াল স্কুলের অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির ছাত্রী সিনথিয়া ইসলাম তিশার বাবা সাইফুল ইসলাম ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ কার্যালয়ে একটি অভিযোগ জমা দিয়েছেন।
রবিবার (১৮ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ৩টার দিকে তিশার বাবা মিন্টোর রোডের ডিবি কার্যালয়ে যান। বিশ্বস্ত সূত্রে জানা গেছে, তিশার বাবা সাইফুল ইসলাম ডিবিপ্রধান হারুন অর রশীদ স্যারের সঙ্গে সাক্ষাৎ করে অভিযোগ জমা দিয়েছেন।
এর আগে ১২ ফেব্রুয়ারি সন্ধ্যার দিকে নিজের ও স্ত্রীর নিরাপত্তা চাইতে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ কার্যালয়ে যান আলোচিত খন্দকার মুশতাক আহমেদ ও সিনথিয়া ইসলাম তিশা দম্পতি। পরে হত্যার হুমকি পাওয়ার কথা জানিয়ে নিরাপত্তা চেয়ে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে অভিযোগ করেন আলোচিত মুশতাক-তিশা।
খন্দকার মুশতাক বলেন, ৯ ফেব্রুয়ারি বাংলা একাডেমি প্রাঙ্গণে বইমেলায় গেলে কিছু যুবক তাকে ও তার স্ত্রী সিনথিয়াকে গালাগালি করেন। আবার বইমেলায় গেলে তাদেরকে গুলি করে হত্যা করা হবে বলে সামাজিক যোগাযোগমাধ্যমে হুমকি দেন। এ কারণে তিনি ডিবিতে লিখিত অভিযোগ দিয়েছেন।
রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির সদস্য খন্দকার মুশতাক আহমেদ একই কলেজের শিক্ষার্থী সিনথিয়া ইসলাম তিশাকে বিয়ে করেন। তাদের এই অসম বিয়ে নিয়ে ব্যাপক আলোচনা তৈরি হয়। যদিও শুরু থেকে এ দম্পতি জানান, তারা পরস্পরকে ভালোবেসে বিয়ে করেছেন। তবে বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড় উঠে।