ডেস্ক রিপোর্ট – ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পারিবারিক পুনর্মিলনী কমিটির প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৭ ফেব্রুয়ারি) জগন্নাথ হল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নিজস্ব অফিসে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় পুনর্মিলনী অনুষ্ঠানের উপ-কমিটির জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে আলোচনা হয়। কমিটির আহ্বায়ক জয়ন্ত দেব মাধবের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন কমিটির সদস্য সচিব সুভাষ ঘোষ।
এছাড়া আরও উপস্থিত ছিলেন অ্যাসোসিয়েশনের সিনিয়র সদস্যবৃন্দ। নৈশভোজের মধ্য দিয়ে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।