1. boyd94289@gmail.com : Ayon Islam : Ayon Islam
  2. tanvirinternational2727@gmail.com : NewsDesk :
  3. hrbangladeshbulletin@gmail.com : News Room : News Room
  4. 25.sanowar@gmail.com : Sanowar Hossain : Sanowar Hossain
  5. bangladeshbulleting646@gmail.com : Sohel Desk : Sohel Desk
শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০১:৫৪ পূর্বাহ্ন

কালোবাজারি’র অভিযোগে রেলওয়ের মহিলা বুকিং সহকারী আটক!

  • সময় : বুধবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২০১

স্টাফ রিপোর্টার- অভিনব পন্থায় রেলওয়ের টিকিট কালোবাজারি’র অভিযোগে ঢাকার বিমানবন্দর
এলাকা থেকে এক মহিলা বুকিং সহকারী’কে আটক করেছে রেলওয়ে থানা পুলিশ।

নিজের বুকিং আইডি দিয়ে সাধারণ মানুষের ভোটার আইডি কার্ড এবং মোবাইল নাম্বার ব্যবহার করে তিনি এই কালোবাজারি করতেন বলে জানিয়েছে পুলিশ। 

আটককৃতের নাম- সাথী আক্তার (৩৩)। তিনি ক্যান্টনমেন্ট রেলস্টেশনের বুকিং সহকারী হিসেবে কর্মরত ছিলেন।

বুধবার (১৪ ফেব্রুয়ারী) বিকেলে এসব তথ্য জানিয়েছেন রেলওয়ে পুলিশের ঢাকা জেলার পুলিশ সুপার আনোয়ার হোসেন।

তিনি জানান, কালোবাজারীর অভিযোগে বিমানবন্দর এলাকা থেকে রেলওয়ের আরো ১ জন মহিলা বুকিং সহকারি’কে গ্রেফতার করে ঢাকা জেলা রেলওয়ে পুলিশ। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাকে আটক করা হয়।

তিনি আরো জানান, প্রতিদিন স্টেশনে ডিউটিতে আসা মাত্রই সাথী আক্তার নিজের বুকিং আইডি
(DAC- 004) দিয়ে   বিভিন্ন তারিখের, বিভিন্ন গন্তব্যের ট্রেনের টিকেট কেটে নিজের কাছে রেখে দিতেন। এরপর ডিউটি শেষে কেটে রাখা টিকেট গুলো কৌশলে লুকিয়ে স্টেশন ত্যাগ করতেন।

পরবর্তীকালে টিকেটগুলো তার চক্রের কালোবাজারীদের কাছে সুবিধাজনক স্থানে গিয়ে হস্তান্তর করে বিনিময়ে লভ্যাংশের টাকা বুঝে নিতেন। এই কাজে তিনি নিজের পকেটের টাকা বিনিয়োগ করতেন।

পুলিশ সুপার জানান, গোপনীয়তা রক্ষায় তারা মাঝেমধ্যে হোয়াটসঅ্যাপে কথা বলতেন এবং গভীর রাতে  বিমানবন্দর এলাকায় টিকেট ও অর্থের লেনদেন করতেন।

তার বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম হাতে গ্রহণের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন রেলওয়ে পুলিশের এই ঊর্ধ্বতন কর্মকর্তা।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের অন্যান্য খবর
©বাংলাদেশবুলেটিন২৪