স্টাফ রিপোর্টার-
রাজধানীর ক্যান্টনমেন্ট এলাকা থেকে রেলের টিকেট কালোবাজারীর অভিযোগে আরও ১ জন বুকিং সহকারিকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করেছে ঢাকা রেলওয়ে থানা পুলিশ।
গ্রেফতারকৃতের নাম- মোঃ নুর আলম মিয়া(৩০)। সে ক্যান্টনমেন্ট রেলস্টেশনের বুকিং সহকারি হিসেবে কর্মরত ছিল।
মঙ্গলবার (৬ ফেব্রুয়ারী) সন্ধ্যায় ঢাকা জেলা রেলওয়ে পুলিশের এসপি আনোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গতকাল গভীর রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ঢাকা রেলওয়ে পুলিশের একটি চৌকস টিম ক্যান্টনমেন্ট এলাকা থেকে টিকেট কালোবাজারীর অভিযোগে এক বুকিং সহকারী কে গ্রেফতার করে।
তিনি আরও জানান, গ্রেফতারকৃত আসামী প্রতিদিন স্টেশনে ডিউটিতে এসেই নিজের বুকিং আইডি ( DAC- 006) দিয়ে সার্ভারে প্রবেশ করে বিভিন্ন তারিখের, বিভিন্ন গন্তব্যের ট্রেনের টিকেট কেটে নিজের কাছে রেখে দিতেন। এরপর ডিউটি শেষে কেটে রাখা টিকেটগুলো নিজের মানিব্যাগ ও শরীরে বিভিন্ন স্থানে লুকিয়ে স্টেশন ত্যাগ করতেন।
পরবর্তীতে টিকেটগুলো তার চক্রের দালালদের সাথে সুবিধাজনক স্থানে গিয়ে হস্তান্তর করে বিনিময়ে লভ্যাংশের টাকা বুঝে নিতেন।
পুলিশ সুপার বলেন, এই কাজে তিনি নিজের পকেটের টাকা, টিকেট কালোবাজারী ও দালালদের মাধ্যমে অজ্ঞাত নাগরিকদের জাতীয় পরিচয়পত্র ও মোবাইল নম্বর এবং নিজের বুকিং আইডি ব্যবহার করতেন। গোপনীয়তা রক্ষায় তারা মাঝেমধ্যে হোয়াটসঅ্যাপে কথা বলতেন এবং গভীর রাতে কাওলা হাজী ক্যাম্পের সামনে টিকেট ও অর্থের লেনদেন করতেন।
গ্রেফতারকৃত আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে তিনি জানান, ইতোপূর্বে র্যাব কর্তৃক গ্রেফাতারকৃত টিকেট কালোবাজারী চক্রকে এই গ্রেফতারকৃত বুকিং সহকারি মোঃ নুর আলম মিয়া(৩০) নিয়মিত ট্রেনের কালোবাজারীর টিকেট সরবরাহ করে আসছিলেন বলে আদালতে স্বীকার করেছেন।
উল্লেখ্যা গত সোমবার (৫ ফেব্রুয়ারী) ময়মনসিংহ রেলওয়ে স্টেশন থেকে আন্ত:নগর ট্রেনের টিকিট কালোবাজারির সময় মোঃ রফিকুল ইসলাম (৩০) নামের বুকিং সহকারী কে ১২ টি বিভিন্ন গন্তব্যের টিকিট সহ গ্রেফতার করে রেলওয়ে পুলিশ।