স্টাফ রিপোর্টার-
ময়মনসিংহ রেলওয়ে স্টেশন থেকে আন্ত:নগর ট্রেনের টিকিট কালোবাজারির সময় ১২ টি বিভিন্ন গন্তব্যের টিকিট সহ এক বুকিং সহকারী কে গ্রেফতার করেছে রেলওয়ে পুলিশ।
গ্রেফতারকৃতের নাম- মোঃ রফিকুল ইসলাম (৩০)। রেলওয়ে পুলিশের ভাষ্যমতে সে টিকিট কালোবাজারির অন্যতম হোতা। তার কাছে থেকে টিকেট ছাড়াও কালোবাজারীর ৫১০০ টাকা, ২ টি মোবাইল ফোন, সাধারণ যাত্রীদের এনআইডি ও মোবাইল নাম্বার সম্বলিত তালিকা উদ্ধার করা হয়েছে।
সোমবার (৫ ফেব্রুয়ারী) বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন রেলওয়ে পুলিশ ঢাকা জেলার পুলিশ সুপার আনোয়ার হোসেন।
তিনি জানান, রেলওয়ের একজন বুকিং সহকারী কে ১২ টি টিকেটসহ হাতেনাতে গ্রেফতার করা হয়েছে। সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ময়মনসিংহ রেলওয়ের একটি চৌকস টিম ময়মনসিংহ রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্ম থেকে তাকে গ্রেপ্তার করেন। এ সময় তার পরিহিত প্যান্টের ভেতরে বিশেষ কায়দায় লুকায়িত ১২ টি টিকেট, সাধারণ যাত্রীদের জাতীয় পরিচয়পত্র ও মোবাইল নাম্বার সম্বলিত একটি তালিকা পাওয়া যায়।
টিকিট কালোবাজারির কৌশল হিসেবে পুলিশ সুপার জানান, গ্রেফতারকৃত রফিকুল তার ডিউটির সময় কাউন্টারে টিকিট কাটতে আসা সাধারণ যাত্রীদের মোবাইল নাম্বার ও জাতীয় পরিচয় পত্রের নাম্বার সংগ্রহ করে একটি তালিকা প্রস্তুত করে নিজের কাছে রেখে দিত। এরপর সময় ও সুযোগ বুঝে কাউন্টারে তার ডিউটির সময় তালিকায় থাকা সাধারণ যাত্রীদের জাতীয় পরিচয় পত্র ও মোবাইল নাম্বার ব্যবহার করে বিভিন্ন গন্তব্যের ভিন্ন ভিন্ন ট্রেনের টিকিট কেটে নিজের কাছে রেখে দিত।
তিনি বলেন, আসামী তার পরিধেয় কাপড়ের ভেতর টিকেটগুলো লুকিয়ে বাইরে এনে তার পূর্ব পরিচিত দালাল ও কালোবাজারীদের কাছ সরবরাহ করতো। তারা টিকিট বিক্রির লভ্যাংশ বিকাশ ও নগদ অ্যাপসের মাধ্যমে লেনদেন করত।
এসপি আরও জানান, গ্রফতারকৃত রেলের এই কর্মচারী ইতোপূর্বে টিকেট কালোবাজারির ঘটনায় রেলওয়ে পুলিশ কর্তৃক দায়েরকৃত মামলার ঘটনায় সম্পৃক্তার তথ্যপ্রমান পাওয়া গেছে। এ ঘটনায়ও রেলওয়ে থানায় নিয়মিত মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।