টাঙ্গাইল প্রতিনিধি –
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইলর সর্বমোট ৮ টি সংসদীয়(১৩০-১৩৭) আসনের মধ্যে ৫ টিতে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী নির্বাচিত হয়েছেন।এরা হচ্ছেন টাঙ্গাইল-১আসনের ড. আব্দুর রাজ্জাক,টাঙ্গাইল-২ তানভীর হাসান ছোট মনির,টাঙ্গাইল-৬ আহসানুল ইসলাম টিটু,টাঙ্গাইল-৭ খান আহমেদ শুভ এবং টাংগাইল -৮ অনুপম শাহজাহান জয়।
অন্যদিকে,বাকি তিনটি আসনে স্বতন্ত্র প্রার্থীগণ নির্বাচিত হয়েছে, তারা নৌকার মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করেন।এরা হলেন,টাঙ্গাইল-৩ আসনের ঈগল প্রতীক প্রার্থী আলহাজ্ব আমানুর রহমান খান রানা,টাঙ্গাইল-৫ সদর আসনের ঈগল প্রতীক প্রার্থী আলহাজ্ব ছানোয়ার হোসেন ও টাঙ্গাইল-৪ এ ট্রাক প্রতীক প্রার্থী আব্দুল লতিফ সিদ্দিকী।
রবিবার (০৭/০১/২০২৪)রাতে সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয় হতে নির্বাচিত প্রার্থীদের নাম ঘোষণা করা হয়।
৮ আসনের ফলাফল,
টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী)
মোট কেন্দ্র -১৪৮
ফলাফল -১৪৮
ড. আব্দুর রাজ্জাক, নৌকা প্রতীকে ১৭৪১২২ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী খন্দকার আনোয়ারুল হক পেয়েছেন ৪১৭৮ ভোট।
টাঙ্গাইল-২ (গোপালপুর – ভূঞাপুর )
মোট কেন্দ্র -১৩৮
ফলাফল -১৩৬
তানভীর হাসান ছোট মনির নৌকা প্রতীকে ১৫১৭৩০ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইউনুস ইসলাম ঠান্ডু স্বতন্ত্র ঈগল প্রতীক নিয়ে পেয়েছেন ৩০৪৮৬ ভোট।
টাঙ্গাইল-৩ (ঘাটাইল)
মোট কেন্দ্র – ১১৯
ফলাফল – ১১৯
স্বতন্ত্রে ঈগল প্রতীক নিয়ে আমানুর রহমান খান রানা ৮২৭৪৮ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকা প্রতীকের ডা. কামরুল হাসান পেয়েছেন ৬৯০৩৫ ভোট।
টাঙ্গাইল-৪ (কালিহাতী)
মোট কেন্দ্র -১১৩
ফলাফল -১১৩
আব্দুল লতিফ সিদ্দিকী , ট্রাক প্রতীকে ৭০৯৪০ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোজাহারুল ইসলাম ঠান্ডু নৌকা প্রতীক নিয়ে পেয়েছেন ৫৪০৭৫ ভোট।
টাঙ্গাইল-৫ (টাঙ্গাইল সদর)
মোট কেন্দ্র -১৩০
ফলাফল -১৩০
আলহাজ্ব ছানোয়ার হোসেন স্বতন্ত্রে ঈগল প্রতীক নিয়ে ৭২২৭৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এডভোকেট মামুনুর রশীদ মামুন নৌকা প্রতীক নিয়ে পেয়েছেন ৬৫৮৬৭ ভোট।
টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার)
মোট কেন্দ্র -১৫৪
ফলাফল -১৫৪
আহসানুল ইসলাম টিটু নৌকা প্রতীক নিয়ে পেয়েছেন ১১২৬৮৪ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী তারেক শামস্ খান হিমু ঈগল প্রতীক নিয়ে পেয়েছেন ৩১২৯২ ভোট।
টাঙ্গাইল-৭ (মির্জাপুর)
মোট কেন্দ্র -১২৭
ফলাফল -১২৭
খান আহমেদ শুভ নৌকা প্রতীকে ৮৮৩৯৩ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মীী এনায়েত হোসেন মন্টু স্বতন্ত্রে ট্রাক প্রতীক নিয়ে পেয়েছেন ৫৭২৩১ ভোট।
টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর)
মোট কেন্দ্র -১২৭
ফলাফল -১২৭
অনুপম শাহজাহান জয়, নৌকা প্রতীকে ৯৬৪০১ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তম পেয়েছেন ৬৭৫০১ ভোট।