স্টাফ রিপোর্টার-
নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হিজবুত তাহরীর’র সদস্য মো. সাহেদ হোসাইন ওরফে সাকেরকে (৩৬) গ্রেফতার করেছে অ্যান্টি টেররিজম ইউনিট (এটিইউ)। চট্টগ্রাম হালিশহর থানাধীন বসুন্ধরা আবাসিক এলাকাইয় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে এটিইউ।
এটিইউ জানিয়েছে, আসামীর বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি ছিল। সে গত ৮ বছর যাবৎ আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে দেশের বিভিন্ন স্থানে পলাতক অবস্থায় জীবন যাপন করে আসছিল।
বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) এটিইউয়ের পুলিশ সুপার (মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস উইং) ব্যারিস্টার মাহফুজুল আলম রাসেল এ তথ্য জানান।
তিনি বলেন, ২০১৪ সালের ২১ ফেব্রুয়ারি হিযবুত তাহরীরের পক্ষে প্রকাশ্যে প্রচার—প্রচারণা চালানোর সময় চট্রগ্রামের কোতোয়ালি থানাধীন আন্দরকিল্লা শাহী জামে মসজিদ এলাকা থেকে মো. সাহেদ হোসাইন ওরফে সাকেরসহ তিনজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকালে তাদের কাছ থেকে হিযবুত তাহরীরের প্রচারণায় ব্যবহৃত বিভিন্ন উগ্রবাদী ব্যানার ও লিফলেট জব্দ করা হয়। এ সংক্রান্তে সিএমপি কোতোয়ালি থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়।
ব্যারিস্টার মাহফুজুল আলম বলেন, ২০১৫ সালে সাহেদ হোসাইন ওরফে সাকের জামিনে এসে আত্মগোপন চলে যায়। এরপর দীর্ঘ ৮ বছর ধরে দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপনে থেকে পুনরায় নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরীরের প্রচার—প্রচারণা ও সাংগঠনিক কার্যক্রমে যোগ দেয়।
দীর্ঘদিন আদালতে অনুপস্থিতির কারণে আদালত তার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করেন।
গোয়েন্দা তথ্য ও নিজস্ব নজরদারির মাধ্যমে ৮ বছর ধরে পলাতক আসামি সাহেদ হোসাইনের অবস্থান শনাক্ত করে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।