স্টাফ রিপোর্টার-
বরিশালের উজিরপুরে বাস-ট্রলির সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ সময় আরও সাতজন আহত হয়েছেন।
রোববার (২৪ ডিসেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের নতুন শিকারপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
উজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাফর আহম্মেদ গণমাধ্যমকে জানান, সকালে সাকুরা পরিবহনের একটি বাস বরিশাল থেকে ঢাকা যাচ্ছিল। বাসটি নতুন শিকারপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রলির (নসিমম-করিমন) সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে ট্রলির দুজন নিহত হন। এসময় বাসের সাত যাত্রী আহত হয়েছেন।
তিনি আরও বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। দুর্ঘটনাকবলিত বাস ও ট্রলি জব্দ করা হয়েছে।