1. boyd94289@gmail.com : Ayon Islam : Ayon Islam
  2. tanvirinternational2727@gmail.com : NewsDesk :
  3. hrbangladeshbulletin@gmail.com : News Room : News Room
  4. 25.sanowar@gmail.com : Sanowar Hossain : Sanowar Hossain
  5. bangladeshbulleting646@gmail.com : Sohel Desk : Sohel Desk
শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৭:৫৯ পূর্বাহ্ন

সাভার মডেল থানায় তোপধ্বনির মাধ্যমে বিজয়ের প্রথম প্রহরকে বরণ

  • সময় : শনিবার, ১৬ ডিসেম্বর, ২০২৩
  • ১৮৪

নিজস্ব প্রতিবেদক

কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান নয়, একটা দেশ কিছুক্ষণের মধ্যে পা দেবে ৫২ বছরে। উদ্‌যাপনের সব প্রস্তুতি সম্পন্ন। সাধারণ মানুষের নিরাপত্তায় দায়িত্ব পালনের পাশাপাশি প্রতিটি পুলিশ সদস্যের  চোখে-মুখে বিজয়ের রং।

সবার অভিন্ন অপেক্ষা, কখন পৃথিবী প্রবেশ করবে ১৬ ডিসেম্বরের প্রথম প্রহরে! ঘড়ির কাঁটায় ১২টা ১ মিনিটে আসতেই ঢাকা জেলার সাভার মডেল থানায় প্রত্যুষে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে উদ্ভাসিত হয়ে উঠল পুরো এলাকা। এ যেন নতুন এক জন্ম কিংবা জাগরণ।

প্রতিবছরের মতো ঢাকা জেলা পুলিশের নির্দেশনায় অফিসার ইনচার্জ এর সার্বিক তত্ত্বাবধানে এবারও সাভার মডেল থানার পুকুর পাড়ে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে বিজয় দিবসের আনুষ্ঠানিকতা শুরু হয়। বিজয়ের সুবর্ণজয়ন্তী উদযাপনে প্রতিটি থানা এলাকা জুড়ে ব্যাপক নিরাপত্তা জোরদার করেছে ঢাকা জেলা পুলিশ।

জানতে চাইলে তোপধ্বনির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও সাভার মডেল থানার উপ-পুলিশ পরিদর্শক আতিকুর রহমান রাসেল বলেন, ‘বিজয় দিবস সবার কাছে একটি আবেগের দিন। এ দিনটি উদযাপনে মনের মধ্যে ব্যাপক উত্তেজনা কাজ করে। ঢাকা জেলা পুলিশ সুপার স্যারের নির্দেশনায় এবং সাভার মডেল থানার অফিসার ইনচার্জ আকবর আলী খান স্যারের সার্বিক তত্ত্বাবধানে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে বিজয়ের প্রথম প্রহর উদযাপন করে ভালোই লাগলো।’

তিনি আরো বলেন, ‘দিনটি আমাদের কাছে অন্য দিনের মতো নয়। বিশেষ এ দিবসটি ভিন্নভাবে উদযাপন করতেই আমাদের এতো আয়োজন। বিজয়ের ৫১তম বার্ষিকীতে পৌঁছে গেছে দেশ। এই দিনটি আমাদের সবার কাছে মর্যাদাপূর্ণ একটি দিন।’

এদিকে সাভার মডেল থানা বাসীকে বিজয় দিবসের রক্তিম শুভেচ্ছা এবং সকল বীর শহীদদের বিনম্র শ্রদ্ধার সাথে স্মরণ করে তাদের আত্মার মাগফেরাত কামনা করেছেন সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আকবর আলী খান, পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুর রাশিদ, পুলিশ পরিদর্শক (অপারেশন) নয়ন কারকুন, পুলিশ পরিদর্শক (ইন্টেলিজেন্স) আব্দুল্লা বিশ্বাস।

বিজয় দিবস উপলক্ষ্যে সাভার উপজেলা প্রশাসনও বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে। দিন ব্যাপী এসব কর্মসূচিতে অংশ নিবে সাভার মডেল থানা পুলিশ।

বা বু ম/ এস আর

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের অন্যান্য খবর
©বাংলাদেশবুলেটিন২৪