1. boyd94289@gmail.com : Ayon Islam : Ayon Islam
  2. tanvirinternational2727@gmail.com : NewsDesk :
  3. hrbangladeshbulletin@gmail.com : News Room : News Room
  4. 25.sanowar@gmail.com : Sanowar Hossain : Sanowar Hossain
  5. bangladeshbulleting646@gmail.com : Sohel Desk : Sohel Desk
শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৮:৩৫ অপরাহ্ন

অবৈধভাবে বাংলাদেশে শুল্ক ফাঁকি দিয়ে আসা বিপুল পরিমান কসমেটিকস জব্দ

  • সময় : সোমবার, ২৭ নভেম্বর, ২০২৩
  • ২০২

স্টাফ রিপোর্টার- নারায়ণগঞ্জের ফতুল্লা লঞ্চঘাটে শুল্ক ফাঁকি দিয়ে আসা বিপুল পরিমান ভারতীয় কক্সমেটিক্স জব্দ করেছে কোস্ট গার্ড।

সোমবার(২৮ নভেম্বর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন কোস্টগার্ড সদর দফতরের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার খন্দকার মুনিফ তকি।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার রাত ১০ টায় নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা লঞ্চঘাট এলাকায়  ১ টি যাত্রীবাহী লঞ্চে অভিযান চালায় বিসিজি স্টেশন পাগলার অধিনায়ক লেফটেন্যান্ট রুহান মনজুর এর নেতৃত্বে ৯ সদস্যের একটি বিশেষ দল।

এসময় যাত্রীবাহী ওই লঞ্চ থেকে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত থেকে আসা বিপুল পরিমাণ কসমেটিক্স উদ্ধার করা হয়। এতে পরিত্যাক্ত অবস্থায় ৫টি বস্তা থেকে বিভিন্ন প্রকার ভারতীয় ব্রান্ডের কসমেটিক্স (ফেসওয়াস-৮৯৮ পিস, ক্রিম-২৭৫ পিস, বডি লোশন-১১৫ পিস, সাবান-১৩৩ পিস, তৈল-১১০ পিস, চকলেট-১২১০ পিস ও শ্যাম্পু-০২ পিস) জব্দ করা হয়।

তিনি এসময় বলেন, কসমেটিকস সামগ্রী গুলো
নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে চাঁদপুর নিয়ে যাওয়া হচ্ছিল বলে গোয়েন্দা তথ্যে জানা যায়। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জব্দকৃত কসমেটিক্স ফতুল্লা থানায় হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের অন্যান্য খবর
©বাংলাদেশবুলেটিন২৪