স্টাফ রিপোর্টার-
রাজধানীর ধানমন্ডি এলাকার আবাহনি মাঠের পাশে অস্ত্রের মুখে দুই রিকশা আরোহীর মোবাইল ও টাকা পয়সা ছিনতাই করে পালিয়ে যাওয়ার সময়ে কয়েক কিলোমিটার ধাওয়া করে হাতেনাতে দুই ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো- নূর আলম ও আলমাস। শনিবার দিবাগত রাত ২ টার দিকে তাদের গ্রেফতার করা হয়।
এ সময় তাদের কাছ থেকে ছিনতাই কাজে ব্যবহৃত একটি সাদা রঙের প্রাইভেটকার, ছিনতাই হওয়া মোবাইলের কাভার ও নগদ ১২০০ টাকা উদ্ধার করা হয়।
সোমবার ( ২৭ নভেম্বর ) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন ধানমণ্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পারভেজ ইসলাম।
তিনি বলেন, গত শনিবার দিবাগত দেড়টার দিকে ধানমন্ডি থানার আবাহনী মাঠের পিছনে ১৩/এ নম্বর রোডের ওয়াসার অফিসের দিয়ে রিকশায় করে ভুক্তভোগী আশিকুজ্জামান(২৩) ও তার বড় ভাই হাজারীবাগে বাসার উদ্দেশ্যে যাচ্ছিলেন। এই সময়ে হঠাৎ একটি সাদা রঙের প্রাইভেটকার তাদের রিকশার গতিরোধ করে। পরবর্তীতে গাড়ি থেকে দুজন ব্যক্তি বের হয়ে চাপাতি দিয়ে ভয় দেখিয়ে আশিক ও তার ভাইয়ের কাছ থেকে দুইটি মোবাইল, নগদ টাকা ছিনতাই করে পালিয়ে যায়।
এ সময় ভুক্তভোগীদের চিৎকারে ধানমন্ডি থানার টহলরত পুলিশ সদস্যরা এগিয়ে এসে ছিনতাইয়ের বিষয়টি নিশ্চিত হয়। পরবর্তী তারা বিষয়টি থানায় জানালে থানার সকল টহল টিমকে বিষয়টি জানিয়ে সতর্ক করা হয়। পাশাপাশি ছিনতাইয়ের ঘটনার বিষয়টি ডিএমপি কন্ট্রোল রুমকে জানানো হয়। এ সময় ধানমন্ডি থানার একটি দল ছিনতাইকারীদের পিছনে ধাওয়া করে। পরে কল্যানপুর বাসস্ট্যান্ড থেকে টহলরত পুলিশের সহায়তায় ছিনতাইকারীদের গাড়ীসহ আটক করা হয়।
ওসি পারভেজ আরও বলেন, এই ঘটনায় ভুক্তভোগী আতিকুজ্জামান বাদী হয়ে মামলা দায়ের করেছেন। পরবর্তীতে আটক দুই ছিনতাইকারীকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়। আদালত পুলিশের আবেদনের প্রেক্ষিতে চার দিনের রিমান্ড মঞ্জুর করেন। বর্তমানে আসামিরা থানা পুলিশ হেফাজতে আছে।