দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় এক আদিবাসী যুবকের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।
২৭ মে বুধবার দুপুর ১২: ১৫ মিনিটে উপজেলার ৩নং সিংড়া ইউপি’র খায়রুল গ্রামের একটি জঙ্গলের পাশে ভুট্টার ক্ষেত থেকে লাশটি উদ্ধার করা হয়।
জানাযায়, নিহত যুবক উপজেলার ৩ নং সিংড়া ইউপি’র আবিরের পাড়া গ্রামের চুন্ডা সরেনের পুত্র শিমুয়েস সরেন (২২)।
নিহতের আত্বীয়সূত্রে জানা যায়, গত বুধবার ২০ মে বিকেলের পর থেকেই সিমুয়েস সরেন কে খুঁজে পাওয়া যাচ্ছিলো না। সবচেয়ে বেশি চিন্তার কারণ ছিল সে একজন মৃগী রোগী।
বীগত কয়দিন ধরে পরিবার সহ আত্মীয়-স্বজন বিভিন্ন জায়গায় খোঁজ করে না পেয়ে খুবই হতাশ ও চিন্তিত ছিলো কিন্তু আজ ২৭ মে বুধবার লোক মুখে খাইরুল গ্রামের একটি জঙ্গলের পাশে কোন এক ভুট্টার জমিতে লাশ পড়ে থাকার খবর পেয়ে ছুটে এসে তার লাশের পরিচয় শনাক্ত করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, রাস্তা দিয়ে গ্রাম থেকে বাজারে আসা যাওয়া করার সময় একাধিক ব্যক্তি বীগত ৫/৬ দিন আগে উক্ত স্থানে একটি ছেলেকে হাফ প্যান্ট পরা অবস্থায় ঘোরাফেরা করতে দেখেছে। সন্ধ্যা পর্যন্তও অনেকে দেখেছে। কেউ মনে করেছে জমিতে কাজ করতে এসেছে কেউ বা ভেবেছে পাগল!
ঘোড়াঘাট থানার অফিসার ইনচার্জ আমিরুল ইসলাম সাংবাদিকদের জানান, স্থানীয় লোকজন লাশ দেখতে পেয়ে থানায় খবর দিলে আমরা লাশ উদ্ধার করেছি। লাশের ওয়ারিশ গণ মর্গে না পাঠানোর অনুরোধ করেছেন। এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ নিয়ে আলোচনা চলছে। সুষ্ঠু সমাধান না হলে লাশ ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে বলে নিশ্চিত করেছেন।
.