ডেস্ক রিপোর্ট –
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীকে পায়ুপথে ইয়াবা পাচারের সময় ১৭৯০ পিস ইয়াবা সহ আটক করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন।
বৃহস্পতিবার (৯নভেম্বর) রাতে এয়ারপোর্ট আর্মড পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, আটককৃত আসামীর নাম মান্নান। সে টেকনাফের বাসিন্দা। বৃহস্পতিবার বিকাল ৩টা ৪০ মিনিটে অভ্যন্তরীণ টার্মিনালের এরাইভাল বেল্ট এরিয়ার পাশের টয়লেটের সামনে থেকে তাকে আটক করা হয়েছে।
তিনি বলেন, আটককৃত যাত্রী মান্নান ইউএস বাংলার একটি ফ্লাইটে আজ বিকালে কক্সবাজার থেকে ঢাকা অবতরন করেন। এসময় আগে থেকে নজরদারিতে থাকা এয়ারপোর্ট এপিবিএনের গোয়েন্দা দলের নজরে পড়েন তিনি। তার আচরণ সন্দেহজনক হলে তাকে চ্যালেঞ্জ করে এয়ারপোর্ট এপিবিএনের গোয়েন্দা দিল এবং জিজ্ঞাসাবাদের জন্য অফিসে নিয়ে আসে। এসময় তিনি স্বীকার করেন যে তার পায়ুপথে তিনি ইয়াবা বহন করছেন। প্রাকৃতিক কার্যের মাধ্যমে তিনি এসময় এই ইয়াবা বের করেন।
তিনি আরও বলেন, ইয়াবা গুলি দুই স্তরে স্কচটেপ দিয়ে প্যাঁচানো ছিল এবং আকৃতি ছিল বড় দুইটি ডিমের আকারের। পরবর্তীতে উদ্ধারকৃত ইয়াবা গণনা করে মোট এক হাজার সাত শত নব্বই (১৭৯০) পিস ইয়াবা পাওয়া যায়।
জিয়াউল হক আরও জানান, আটককৃত আসামী প্রতি পিস ইয়াবা বহনে তিনি ১০ টাকা হারে অর্থ পাবেন বলে চুক্তিবদ্ধ হয়েছিলেন। সেই অনুযায়ী কক্সবাজার থেকে ইয়াবা সংগ্রহ করে ইউএস বাংলার ফ্লাইটে ঢাকা আসেন। কিন্তু হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে এপিবিএনের হাতে আটক হন।
এয়ারপোর্ট এপিবিএনের এই অতিরিক্ত পুলিশ সুপার জানান, আটককৃত মান্নান’কে গত ২০২৩ সালেই জুলাই মাসের ১১ তারিখে বিমানবন্দরে ইয়াবা সহ আটক করে বিমানবন্দর থানায় মামলা করে এয়ারপোর্ট আর্মড পুলিশ। কিন্তু অভিযুক্ত জামিনে বের হয়ে এসে আবারো মাদক পাচারে জড়িয়ে গেছেন এবং আজ আবারো আটক হলেন।
তার বিরুদ্ধে বিমানবন্দর থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।