1. tanvirinternational2727@gmail.com : NewsDesk :
  2. hrbangladeshbulletin@gmail.com : News Room : News Room
  3. 25.sanowar@gmail.com : Sanowar Hossain : Sanowar Hossain
মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ০৪:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকাবাসীকে নিরাপত্তা প্রদানের মহান দায়িত্বে পিছিয়ে থাকার কোন সুযোগ নেই-ডিএমপি কমিশনার আজ ঢাকায় আসছে মার্কিন প্রতিনিধি দল সবজি, পেঁয়াজ ও মুরগির দাম কমলেও, কমেনি আলুর দাম ঘোষিত হলো বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নির্বাহী কমিটি ডিএমপি কমিশনার মোঃ সাজ্জাত আলীর দায়িত্বভার গ্রহণ নতুন পুলিশ প্রধানের দায়িত্বভার গ্রহণ এমন বাংলাদেশ গড়তে চাই, যেখানে জনগণই সকল ক্ষমতার মালিক হবেন- প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা ও খালেদা জিয়ার সাক্ষাৎ ঢাকা মহানগরে ব্যাটারিচালিত রিকশা বন্ধে হাইকোর্টের নির্দেশ প্রয়োজনীয় কিছু সংস্কার শেষেই দ্রুত সম্ভব নির্বাচন সংঘটিত হবে-আইন উপদেষ্টা

পায়ুপথে ইয়াবা পাচারের সময় ১ যাত্রীকে গ্রেফতার করেছে এয়ারপোর্ট এপিবিএন

  • সময় : শুক্রবার, ১০ নভেম্বর, ২০২৩
  • ২৩০

ডেস্ক রিপোর্ট –

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীকে পায়ুপথে ইয়াবা পাচারের সময় ১৭৯০ পিস ইয়াবা সহ আটক করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন।

বৃহস্পতিবার (৯নভেম্বর) রাতে এয়ারপোর্ট আর্মড পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, আটককৃত আসামীর নাম মান্নান। সে টেকনাফের বাসিন্দা। বৃহস্পতিবার বিকাল ৩টা ৪০ মিনিটে অভ্যন্তরীণ টার্মিনালের এরাইভাল বেল্ট এরিয়ার পাশের টয়লেটের সামনে থেকে তাকে আটক করা হয়েছে।

তিনি বলেন, আটককৃত যাত্রী মান্নান ইউএস বাংলার একটি ফ্লাইটে আজ বিকালে কক্সবাজার থেকে ঢাকা অবতরন করেন। এসময় আগে থেকে নজরদারিতে থাকা এয়ারপোর্ট এপিবিএনের গোয়েন্দা দলের নজরে পড়েন তিনি। তার আচরণ সন্দেহজনক হলে তাকে চ্যালেঞ্জ করে এয়ারপোর্ট এপিবিএনের গোয়েন্দা দিল এবং জিজ্ঞাসাবাদের জন্য  অফিসে নিয়ে আসে। এসময় তিনি স্বীকার করেন যে তার পায়ুপথে তিনি ইয়াবা বহন করছেন। প্রাকৃতিক কার্যের মাধ্যমে তিনি এসময় এই ইয়াবা বের করেন।

তিনি আরও বলেন, ইয়াবা গুলি দুই স্তরে স্কচটেপ দিয়ে প্যাঁচানো ছিল এবং আকৃতি ছিল বড় দুইটি ডিমের আকারের। পরবর্তীতে উদ্ধারকৃত ইয়াবা গণনা করে মোট এক হাজার সাত শত নব্বই (১৭৯০) পিস ইয়াবা পাওয়া যায়।

জিয়াউল হক আরও জানান, আটককৃত আসামী প্রতি পিস ইয়াবা বহনে তিনি ১০ টাকা হারে অর্থ পাবেন বলে চুক্তিবদ্ধ হয়েছিলেন। সেই অনুযায়ী কক্সবাজার থেকে ইয়াবা সংগ্রহ করে ইউএস বাংলার ফ্লাইটে ঢাকা আসেন। কিন্তু হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে এপিবিএনের হাতে আটক হন।

এয়ারপোর্ট এপিবিএনের এই অতিরিক্ত পুলিশ সুপার জানান, আটককৃত মান্নান’কে গত  ২০২৩ সালেই জুলাই মাসের ১১ তারিখে বিমানবন্দরে ইয়াবা সহ আটক করে বিমানবন্দর থানায় মামলা করে এয়ারপোর্ট আর্মড পুলিশ। কিন্তু অভিযুক্ত জামিনে বের হয়ে এসে আবারো মাদক পাচারে জড়িয়ে গেছেন এবং আজ আবারো আটক হলেন।

তার বিরুদ্ধে বিমানবন্দর থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের অন্যান্য খবর
©বাংলাদেশবুলেটিন২৪