1. boyd94289@gmail.com : Ayon Islam : Ayon Islam
  2. tanvirinternational2727@gmail.com : NewsDesk :
  3. hrbangladeshbulletin@gmail.com : News Room : News Room
  4. 25.sanowar@gmail.com : Sanowar Hossain : Sanowar Hossain
  5. bangladeshbulleting646@gmail.com : Sohel Desk : Sohel Desk
শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ১০:৪৫ পূর্বাহ্ন

জাতীয় সমবায় দিবস পালিত

  • সময় : রবিবার, ৫ নভেম্বর, ২০২৩
  • ২১৩

ধামরাই (ঢাকা) প্রতিনিধি :

“সমবায়ে গড়ছি দেশ, স্মার্ট হবে বাংলাদেশ” এই প্রতিপাদ্য বিষয় নিয়ে ঢাকার ধামরাইয়ে ৫২তম জাতীয় সমবায় দিবস পালন করা হয়েছে।

শনিবার উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা প্রশাসন ও  সমবায় বিভাগ।

সকালে জাতীয় সঙ্গীতের সাথে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলনের মাধ্যমে শুরু হয় অনুষ্ঠান। এর আগে দিবসের র‌্যালি বের হয়। পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আমিনুল ইসলাম বুলবুল এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন- ধামরাই উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সিরাজ উদ্দিন সিরাজ, মহিলা ভাইস চেয়ারম্যান সোহানা জেসমিন মুক্তা, উপজেলা সমাজসেবা অফিসার এস এম হাসান, উপজেলা সমবায় কর্মকর্তা লিপিকা রাণী প্রমুখ।

বক্তারা বলেন, ক্ষুধা ও দারিদ্র মুক্ত বাংলাদেশ গড়তে দেশে সমবায় আন্দোলন শুরু করেছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সমবায়ের মাধ্যমে লোকজন ব্যক্তিগতভাবে লাভবান হওয়ার পাশাপাশি দেশও উপকৃত হয়। কিন্তু জাতির পিতাকে স্ব-পরিবারে হত্যা করার পর দেশে সমবায় আন্দোলনের মূল উদ্দেশ্য ব্যাহত হয়। বর্তমান সরকার সমবায় আন্দোলনকে জোড়দার করতে বিভিন্ন প্রকল্প গ্রহণ করেছে। এখন এই সমবায়ের মাধ্যমে অনেক কর্মসংস্থান সৃষ্টি হওয়ার পাশাপাশি দারিদ্র বিমোচনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। পরে অতিথিরা শ্রেষ্ট সমবায় সমিতি সংশ্লিষ্টদের হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেন।

বা বু ম/ সুমন রায়

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের অন্যান্য খবর
©বাংলাদেশবুলেটিন২৪