স্টাফ রিপোর্টার-
নাশকতা পরিকল্পনার অভিযোগে চুয়াডাঙ্গায় জামায়াতের এক কর্মী ও বিএনপির সাত নেতাকে আটক করেছে পুলিশ। এ সময় ককটেল, গাড়ির টায়ার ও মোটরসাইকেল জব্দ করা হয়।
সোমবার (৩০ অক্টোবর) সন্ধ্যার পর জেলার জীবননগর ও দর্শনা থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, সন্ধ্যা ৬টার দিকে জীবননগর পৌর ৮ নম্বর ওয়ার্ড বসুতি পাড়ায় জীবননগর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান মঈন উদ্দিন ময়েনের বাড়ির সামনে অভিযান চালিয়ে বিএনপির ডাকা তিন দিনের অবরোধ কর্মসূচির সমর্থনে মিছিল ও নাশকতার পরিকল্পনাকালে চারজনকে গ্রেফতার করা হয়।
জীবননগর থেকে গ্রেফতাররা হলেন— আন্দুলবাড়ীয়া খাঁ—পাড়ার শেখ লিয়াকত আলীর ছেলে ও জীবননগর থানা কৃষক দলের সহসভাপতি আরিফুজ্জামান আরিফ (৪০), আন্দুলবাড়ীয়া বেনেপাড়ার মৃত মুনছুর আলীর ছেলে ও চুয়াডাঙ্গা জেলা যুবদলের সহসভাপতি মোল্লা ফয়েজ উদ্দিন (৪৩), পাথিলা মাঝপাড়ার মৃত রায়হান শেখের ছেলে ও বাঁকা ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক ইনামুল শেখ (৩৫) ও রায়পুর সর্দ্দার পাড়ার মৃত আব্দুর রহমানের ছেলে যুবদলের সদস্য নাঈম শেখ (২৩)।
জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম জাবিদ হাসান বলেন, আমাদের কাছে তথ্য ছিল, অবরোধ কেন্দ্র করে জনমনে ভীতি সৃষ্টি ও নাশকতার উদ্দেশ্য বিএনপির নেতাকর্মীরা একত্রিত হয়েছে। তারা অবরোধ সমর্থনে একটি মিছিলও বের করতে চেয়েছিল। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে ২০—৩০ জন দৌড়ে পালিয়ে যান। এ সময় বিএনপির চার নেতাকে আটক করা হয়। এ সময় চারটি ককটেল, ১১টি মোটরসাইকেল ও গাড়ির টায়ার জব্দ করা হয়। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।
এছাড়া দর্শনা থানার বিভিন্ন স্থান থেকে নাশকতার সঙ্গে জড়িত থাকার সন্দেহে চারজনকে আটক করে পুলিশ। পরে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠায়।
তারা হলেন— চুয়াডাঙ্গা সদর উপজেলার নেহালপুর ইউনিয়নের দোস্ত গ্রামের পূর্বপাড়ার মৃত রমজান শিকদারের ছেলে বিএনপির সক্রিয় সদস্য সালমান শিকদার ওরফে ছোট বাবু (২৯), একই উপজেলার তিতুদহ ইউনিয়নের ওয়ার্ড বিএনপির সভাপতি মৃত শুকুর আলী ছেলে বজলু মোল্লা (৬৮), একই গ্রামের দক্ষিণপাড়ার জামায়াতকর্মী মৃত করিমের ছেলে সুমা (৪০) ও দামুড়হুদা উপজেলার হাওলি ইউনিয়নের ওয়ার্ড বিএনপির সভাপতি বড় দুধ পাতিলা গ্রামের মৃত আলী হোসেনের ছেলে তরিকুল ইসলাম (৩৮)।
দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার সাহা চারজনকে আটকের সত্যতা জাগো নিউজকে নিশ্চিত করেছেন।