হরতালবিরোধী সমাবেশে আওয়ামী লীগ নেতার মৃত্যু
-
সময় :
রবিবার, ২৯ অক্টোবর, ২০২৩
-
২০৩
কুমিল্লায় হরতালবিরোধী সমাবেশে মো. বিল্লাল হোসেন (৫৮) নামের আওয়ামী লীগের এক নেতার মৃত্যু হয়েছে।
ডেস্ক রিপোর্ট –
কুমিল্লায় হরতালবিরোধী সমাবেশে মো. বিল্লাল হোসেন (৫৮) নামের আওয়ামী লীগের এক নেতার মৃত্যু হয়েছে। রোববার (২৯ অক্টোবর) বেলা ১১টার দিকে নগরীর কান্দিরপাড় পূবালী চত্বরে এ ঘটনা ঘটে।
বিল্লাল হোসেন নগরীর ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি। তিনি ওই ওয়ার্ডে মৃত আনোয়ার হোসেনের ছেলে।
ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাজিম জানান, আমরা একসঙ্গে হরতালবিরোধী মিছিল নিয়ে কাপ্তান বাজার থেকে পূবালী চত্বরের শান্তি সমাবেশে আসি। বেলা পৌনে ১১টার দিকে হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে বিল্লাল ভাই অসুস্থ হয়ে পড়েন। দ্রুত তাকে পাশের মুন হসপিটালে নিয়ে যাই। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
বাদ মাগরিব কাপ্তান বাজার কেন্দ্রীয় ঈদগাহ কমপ্লেক্সে তার জানাজা অনুষ্ঠিত হবে। পরে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
সংবাদটি শেয়ার করুন
এই বিভাগের অন্যান্য খবর