1. boyd94289@gmail.com : Ayon Islam : Ayon Islam
  2. tanvirinternational2727@gmail.com : NewsDesk :
  3. hrbangladeshbulletin@gmail.com : News Room : News Room
  4. 25.sanowar@gmail.com : Sanowar Hossain : Sanowar Hossain
  5. bangladeshbulleting646@gmail.com : Sohel Desk : Sohel Desk
শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ১০:১৯ পূর্বাহ্ন

অপরাধীর পরিচয় কি সেটি বিবেচ্য বিষয় নয়- হারুন

  • সময় : বুধবার, ১১ অক্টোবর, ২০২৩
  • ২১৮
ছবি সংগৃহীত
ছবি সংগৃহীত

ডেস্ক রিপোর্ট-

রাজধানীর ধোলাইরপাড়ে এক ব্যবসায়ীর ৫৪ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় পুলিশের জড়িত দুই সদস্য কে রিমান্ডে আনা হয়েছে। পুলিশ সদস্যদের এমন ঘটনায় জড়িত থাকার বিষয়ে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ বলেছেন, কার পরিচয় কি সেটি বিবেচ্য বিষয় না। কেউ অপরাধ করলে আমরা তাকে অপরাধী হিসাবে দেখি। তাকে কোনো ছাড় দেওয়া হবে না।

তিনি বলেন, এর আগেও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য কিংবা এই পরিচয় দিয়ে ডাকাতিসহ বিভিন্ন অপরাধের ঘটনায় জড়িতদের আমরা গ্রেফতার করেছি। এখন যাদের গ্রেফতার  করা হয়েছে তাদেরকে রিমান্ডে আনা হয়েছে। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে পরবর্তীতে ব্যবস্থা নেওয়া হবে। বুধবার মিন্টোরোডের নিজ কার্যালয়ে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

হারুন অর রশীদ বলেন, তদন্তে নেমে জানতে পারি ঘটনার সঙ্গে পাঁচজন জড়িত। আমরা অভিযান চালিয়ে চারজনকে গ্রেফতার  করেছি। মামলায় ভুক্তভোগীরা উল্লেখ করেছে ৫৪ লাখ টাকা ছিনতাই হয়েছে। মামলা দস্যুতার। তবে  তদন্তে নেমে দেখলাম এটি একটি ডাকাতির ঘটনা। গ্রেফতার চার জনের কাছ থেকে ৪১ লাখ ৫৭ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। ঘটনার এক দিনের মধ্যে  ডাকাতদের গ্রেফতার ও টাকা উদ্ধার করা হয়েছে। ডাকাতিতে ব্যবহৃত গাড়ি ও হ্যান্ডকাফ উদ্ধার করা হয়েছে। পলাতক একজনকে গ্রেফতার করতে পারলে বাকি টাকা উদ্ধার হবে বলে আশা করছি।

এর আগে ৫৪ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় পুলিশের ওই দুই সদস্যকে গ্রেফতার করে ডিবি।গ্রেফতার পুলিশের দুই সদস্য হলেন মো. দেলোয়ার হোসেন ও মো. আবু সায়েম। দেলোয়ার গুলশান থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) ও আবু সায়েম কনস্টেবল হিসেবে রাজারবাগ পুলিশ লাইনসে সংযুক্ত আছেন।

মঙ্গলবার পুলিশের পক্ষ থেকে দেলোয়ার ও সায়েমের বিরুদ্ধে সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করা হয়। আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে সোমবার একই ঘটনায় মো. মোশারফ হোসেন ও মো. আবদুল বাতেন নামের গ্রেফতার দইজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। পরে তাঁদের কারাগারে পাঠানো হয়।

ডিবি জানায়, রোববার সকাল নয়টার দিকে শ্যামপুর থানার দোলাইরপাড়ে একটি বেসরকারি হাসপাতালের সামনে ছিনতাইয়ের শিকার হন আবুল কালাম নামের একজন ব্যবসায়ী। কয়েক ব্যক্তি মাইক্রোবাসে তাঁকে তুলে নিয়ে তাঁর কাছে থাকা ৫৪ লাখ টাকা ছিনিয়ে নেন। তারপর ঢাকা-মাওয়া মহাসড়কের রসুলপুর এলাকার একটি ফাঁকা জায়গায় ফেলে চলে যান তাঁকে। আবুল কালাম ওই টাকা মতিঝিলের জনতা ব্যাংকে জমা দেওয়ার জন্য নিয়ে যাচ্ছিলেন। এ ঘটনায় শ্যামপুর থানায় অজ্ঞাতনামা চারজনের বিরুদ্ধে মামলা করেন তিনি।

পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি) সূত্র জানায়, মামলার পর ডিবি পুলিশ ছায়া তদন্ত শুরু করে। তারা সংশ্লিষ্ট এলাকার সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে একটি গাড়ির নম্বর শনাক্ত করে। এরপর তথ্যপ্রযুক্তির সহায়তায় চারজনকে শনাক্ত করা হয়। সোমবার ঢাকার বিভিন্ন এলাকা থেকে তাঁদের গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। ওই দিনই তাঁদের আদালতে পাঠানো হলে দুজন (মোশারফ ও বাতেন) স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের অন্যান্য খবর
©বাংলাদেশবুলেটিন২৪