শিবচরে যুবলীগের নেতৃত্বে লকডাউন বাস্তবায়নে স্বেচ্ছাসেবী হয়ে কাজ করছে ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবকলীগ।চীফ হুইপ নূর ই আলম চৌধুরীর নির্দেশনায় শিবচরে লকডাউন বাস্তবায়নে যুবলীগের নেতৃত্বে স্বেচ্ছাসেবী হয়ে কাজ করছে ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবকলীগের নেতৃবৃন্দ। শিবচরে রেড,ইয়োলো, গ্রীন জোনে লকডাউন বাস্তবায়নে বিভিন্ন ইউনিয়নে যুবলীগের নেতৃত্বে ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবকলীগের ১২ সদস্যের এক একটি দল প্রতিদিন প্রতিটি ইউনিয়নে অন্তত দুই বার জনগণকে স্বাস্থ্যবিধি মেনে চলতে উদ্বুদ্ধ করে যাচ্ছে। প্রশাসন ও পুলিশের অনেক সদস্য করোনা ভাইরাসে সংক্রমিত হয়ে পড়ায় তাদের তৎপরতা সীমিত হয়ে পড়লে যুবলীগের নেতৃত্বে লকডাউন বাস্তবায়নে অভাবনীয় সাফল্য এসেছে শিবচরে।
করোনা ভাইরাসের কারণে দেশের প্রথম লকডাউন উপজেলা শিবচরে চীফ হুইপ জনাব নূর ই আলম চৌধুরী লিটনের নির্দেশে আইনশৃঙ্খলা বাহিনী, প্রশাসন, জনপ্রতিনিধি, আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ শুরু থেকেই কার্যকর ভূমিকা পালন করে আসছে।যুবলীগের নেতৃত্বে স্বেচ্ছাসেবকরা ব্যাচ পড়ে নির্ধারিত সময়ে বাজারে এসে স্বাস্থ্যবিধি মানতে সচেতন করছে,মাস্ক,শারীরিক দূরত্ব বজায় রাখতে ভূমিকা রাখছে।
আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ডাঃ মোঃ সেলিম সহ আওয়ামীলীগ নেতৃবৃন্দ সার্বক্ষণিক লকডাউন বাস্তবায়নে তদারকি করছেন। উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ডাঃ মোঃ সেলিম বলেন প্রতিটি ইউনিয়নে যুবলীগের নেতৃত্বে ১২ সদস্য বিশিষ্ট স্বেচ্ছাসেবক কমিটি করেছি তারা প্রতিদিন সকাল ও বিকেলে ২ বেলা স্বাস্থ্যবিধি মেনে চলতে জনগণকে উদ্ধুদ্ধ করছে এবং এতে ব্যাপক সাফল্যও আসছে ফলে করোনা ভাইরাস সংক্রমণ নিয়ন্ত্রণে আছে।
শিবচর উপজেলা যুবলীগের সভাপতি ইলিয়াস পাসা বলেন আমাদের নেতা চীফ হুইপ জনাব নূর ই আলম চৌধুরী নির্দেশনায় আমরা শুরু থেকেই করোনা ভাইরাস প্রতিরোধে জনগণকে স্বাস্থ্যবিধি মেনে চলতে সচেতন করে যাচ্ছি।
গত ১৭ ই জুন থেকে প্রতিটি ইউনিয়নে যুবলীগের নেতৃত্বে স্বেচ্ছাসেবকলীগ ও ছাত্রলীগের সমন্বয়ে স্বেচ্ছাসেবক কমিটি গঠন করেছি।আমাদের প্রতিটি টীম প্রতিদিন স্বাস্থ্যবিধি মেনে জনগণকে শারীরিক ও সামাজিক দূরত্ব মেনে চলতে সচেতন করে যাচ্ছে।নির্ধারিত সময়ের আগে ও পরে যেন দোকান খোলা রাখা না হয়,মাস্ক বাধ্যতা মূলক পরিধান করে তা নিশ্চিত করে যাচ্ছে।
শিবচর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ খায়রুজ্জামান খান বলেন,সামাজিক ও শারীরিক দুরুত্ব বজায় রেখে স্বাস্থ্যবিধি মেনে চলা সহ মাননীয় চীফ হুইপ মহোদয়ের বিভিন্ন নির্দশনা বাস্তবায়নের মধ্যে দিয়ে শিবচরকে গ্রীনজোনে রূপান্তরিত করার লক্ষ নিয়ে শিবচরের প্রতিটি ইউনিয়ন ও পৌরসভায় আমাদের স্বেচ্ছাসেবক ভাইয়েরা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে।আমাদের চাওয়া একটাই – সুখী ,সুস্থ্য পরিবার ও করণামুক্ত বাংলাদেশ আগামীর প্রত্যয়।
চীফ হুইপ জনাব নূর ই আলম চৌধুরী লিটনের সার্বক্ষণিক খোজ খবর নেয়া,সঠিক কর্ম পরিকল্পনার কারণে ও প্রশাসনের কঠোর নির্দেশনার কারণে দেশের প্রথম লকডাউনকৃত উপজেলা শিবচরে এখন পর্যন্ত করোনাভাইরাস নিয়ন্ত্রণে রয়েছে।
মাদারিপুর জেলায় এখন পর্যন্ত ৬৬৬ জন আক্রান্ত হয়েছে এবং ৯ জন মারা গেছে।
শিবচরে ১০৮ জন,মাদারিপুর সদর উপজেলায় ২৪৩ জন, কালকিনি উপজেলায় ১২৬ জন, রাজৈর উপজেলায় ১৮৯ জন আক্রান্ত হয়েছে।
দেশের প্রথম লকডাউন কৃত উপজেলা হয়েও এখন পর্যন্ত অন্যান্য উপজেলার চাইতে করোনা ভাইরাস নিয়ন্ত্রণে রয়েছে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ রাকিবুল ইসলাম বলেন শিবচর উপজেলা যুবলীগের নেতৃত্বে স্বেচ্ছাসেবকরা জনগনকে স্বাস্থ্যবিধি মেনে শারীরিক ও সামাজিক দূরত্ব বজায় রাখতে কাজ করে যাচ্ছে ফলে শিবচরে করোনা পরিস্থিতি জেলার অন্যান্য উপজেলার চেয়ে নিয়ন্ত্রণে আছে।