নিজস্ব প্রতিবেদক
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গুলশান বিভাগের খিলক্ষেত থানায় নতুন পুলিশ পরিদর্শক (অপারেশন) হিসেবে মাকারিয়াস দাস যোগদান করেছেন। ২০১০ সালে তিনি সর্বপ্রথম পুলিশ বাহিনীতে যোগদান করেন।
নিজাম উদ্দিন আহাম্মেদের স্থলাভিষিক্ত হয়ে ১৯ জুলাই সকালে খিলক্ষেত থানার পুলিশ পরিদর্শক অপারেশনের দায়িত্ব বুঝে নেন। তিনি এর আগে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) গুলশান বিভাগে কর্মরত ছিলেন।
নবাগত পুলিশ পরিদর্শক অপারেশন মাকারিয়াস দাস খিলক্ষেত থানা এলাকার সকল প্রকার অপরাধমূলক কর্মকাণ্ড দমন করতে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নের লক্ষ্যে সকলের সহযোগিতা কামনা করেছেন।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) খিলক্ষেত থানার সদ্য যোগদানকৃত পুলিশ পরিদর্শক অপারেশন মাকারিয়াস দাস পঞ্চগড় জেলার আটোয়ারী উপজেলার কিসামত দাপ খ্রিস্টান পাড়া গ্রামের স্বর্গীয় সিমন দাস ও খ্রিস্টিনা দাস দম্পত্তির ছোট সন্তান।
সদ্য যোগদানকৃত কর্মস্থলে তাকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন ঢাকা ক্রেডিট ইউনিয়নের নদ্দা সেবা কেন্দ্রের ম্যানেজার ও সহদোর বড় ভাই প্রদীপ এল দাস। মঙ্গলবার (২৫ জুলাই) দুপুরে খিলখেত থানার অপারেশন মাকারিয়াস দাসের কক্ষে তাকে শুভেচ্ছা জানানো হয়।

এসময় হলি হিলস ইন্টারন্যাশনালের পরিচালক রনি বিশ্বাস, ঢাকা ক্রেডিট ইউনিয়নের নদ্দা সেবা কেন্দ্রের অফিসার জেমস রিছিল, শিষ্য মানিক দাসসহ সাংবাদিক সোহেল রানা উপস্থিত ছিলেন।
বাংলাদেশে তিনিই প্রথম অন্য ধর্মালম্বী হয়েও
মুসলমানের ধর্মীয় গ্রন্থ আল-কোরআন বিতরণের উদ্যোগ গ্রহণ করেছেন। মানুষের মাঝে আলো ছড়াতে বেছে নিয়েছেন পবিত্র এই ধর্ম গ্রন্থ। অবিশ্বাস্য হলেও এ কাজটি করে চলেছেন খ্রিস্টান ধর্মাবলম্বী পুলিশের এই কর্মকর্তা। এছাড়াও পবিত্র বড় দিন হলে খ্রিষ্টীয়দের মাঝে বাইবেল, হিন্দু ধর্মালম্বীদের পূজায় গীতা বিতরণ করে আসছেন। এতে সর্বস্তরের মানুষের কাছে প্রশংসা কুড়িয়েছেন তিনি।
নবনিযুক্ত খিলখেত থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) মাকারিয়াস দাস ছাত্র জীবন থেকে মসজিদ, মাদ্রাসা ও দরিদ্রের মাঝে কোরআনের কপি বিতরণ করে আসছেন। পবিত্র কোরআন কোন শিক্ষার্থীর কাছে থাকলে- তিনি ভাল মানুষ হয়ে গড়ে উঠবেন বলে মনে করেন এই পুলিশ কর্মকর্তা।
কোরআন বিতরণের অনুভূতি জানাতে গিয়ে খিলক্ষেত থানায় নবাগত পুলিশ পরিদর্শক অপারেশন মাকারিয়াস দাস বলেন, পবিত্র কোরআন আল্লাহর গ্রন্থ। এই গ্রন্থটি যদি একটা মানুষের হাতে তুলে দিতে পারি, একজন খ্রিস্টান হয়ে আমি বিশ্বাস করি সে মানুষটি ভাল হয়ে উঠবে। আমি বিশ্বাস করি, সে মানুষটি আলোর পথে চলবে। পাপাচার থেকে মুক্ত থাকবে। কারণ আল্লাহকে আমরা সবাই শ্রদ্ধা করি। তাকে আমরা ভালবাসি। গ্রন্থটি থাকলে তার যে আলো- সে আলোর পথেই চলবে।
বা বু ম/ সুমন রায়