স্পোর্টস ডেস্ক
তুমুল লড়াইয়ের পরও নির্ধারিত সময়ে কোনো গোল পায়নি সাফ চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় সেমিফাইনাল খেলতে নামা ভারত-লেবানন। সেই ম্যাচ অতিরিক্ত সময়ের ৩০ মিনিট পরও গোলশূন্য সমতায় থেকে যায়। পরবর্তীতে টাইব্রেকারে কুয়েতকে হারিয়ে সাফের ফাইনালে উঠে গেছে ভারত। পেনাল্টি শ্যুট আউটে স্বাগতিকরা ৪-২ ব্যবধানে জয় পেয়েছে।
দ্বিতীয় সেমিফাইনালের নির্ধারিত ৯০ মিনিটের পর অতিরিক্ত সময়ের খেলাও তখন শেষের দিকে। ম্যাচের তখন ১২২ মিনিট, ম্যাচ গড়াচ্ছে টাইব্রেকারের দিকে। ঠিক সেই সময় লেবানন গোলরক্ষককে বদল করে ফেলল। কারণটা অনুমেয়ই, পেনাল্টি ঠেকাতে যাঁর ওপর বেশি ভরসা রাখা যায়, টাইব্রেকারে তাঁকেই গোলপোস্টে দেখতে চেয়েছেন লেবাননের কোচ।
কিন্তু আলী আল সাবাহ কোচের সেই আস্থার প্রতিদান দিতে পারলেন না। টাইব্রেকারে একটা পেনাল্টিও ঠেকাতে পারেননি। যেখানে ভারতের গোলরক্ষক গুরপ্রীত সিং একটি শট ফিরিয়ে দিয়েছেন।
লেবাননের আরেকটি শট গেছে বারের ওপর দিয়ে। টাইব্রেকারে ৪–২ গোলে জিতে টানা নবমবারের মতো ফাইনালে উঠে গেছে স্বাগতিক ভারত। আগামী ৪ জুলাই ফাইনালে ভারতের প্রতিপক্ষ কুয়েত। প্রথম সেমিফাইনালে যারা বাংলাদেশকে ১–০ গোলে হারিয়েছে।
টাইব্রেকে প্রথম শট নেন ভারতের অধিনায়ক সুনীল ছেত্রী। লেবাননের গোলরক্ষক আলি সাবেথকে বোকা বানিয়ে তিনি ভারতকে প্রথম এগিয়ে দেন। এরপর প্রথম শটে সুযোগ হাতছাড়া করে লেবানন। হাসান মাতুকের নেওয়া প্রথম শটটি ঠেকিয়ে দেন ভারতীয় গোলরক্ষক গুরপ্রীত। এভাবে ভারতের নেওয়া পরবর্তী তিনটি শটেই গোল হয়। অন্যদিকে চার শটের দুটিতে গোল দেয় লেবানন। ফলে আরেকটি শট বাকি থাকতেই ভারতের জয় নিশ্চিত হয়ে যায়।
বা বু ম / অ জি