1. boyd94289@gmail.com : Ayon Islam : Ayon Islam
  2. tanvirinternational2727@gmail.com : NewsDesk :
  3. hrbangladeshbulletin@gmail.com : News Room : News Room
  4. 25.sanowar@gmail.com : Sanowar Hossain : Sanowar Hossain
  5. bangladeshbulleting646@gmail.com : Sohel Desk : Sohel Desk
শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৫:৫৮ পূর্বাহ্ন

ভাগনার বাহিনীকে অস্ত্র ফেরত দিতে হবে: রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়

  • সময় : মঙ্গলবার, ২৭ জুন, ২০২৩
  • ১৫৫

বিবিসি

ভাগনার বাহিনীকে তাদের সামরিক অস্ত্র ফেরত দিতে হবে বলে জানিয়েছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। এরই মধ্যে এটি শুরু হয়েছে বলে জানিয়েছে মন্ত্রণালয়টি। বার্তা আদান–প্রদানের মাধ্যম টেলিগ্রামে মন্ত্রণালয়টি এক বিবৃতিতে জানায়, রাশিয়ান ফেডারেশনের সশস্ত্র বাহিনীর সক্রিয় ইউনিটগুলোতে পিএমসি ‘ভাগনার’ ভারী সামরিক সরঞ্জাম স্থানান্তরের প্রস্তুতি চলছে।

এর আগে পুতিন বলেছিলেন, ভাগনার সদস্য যাঁদের বেশির ভাগই সত্যিকারের দেশপ্রেমিক, যাঁরা বিভ্রান্ত হয়ে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েছিলেন, তাঁরা নিয়মিত সামরিক বাহিনীতে যোগ দিতে পারেন অথবা তাঁরা চাইলে পরিবারের কাছে ফিরে যেতে বা বেলারুশে যেতে পারেন বলে প্রস্তাব দিয়েছিলেন।

একই সময়ে সাংবাদিকেরা খবর পান, যাঁরা এই বিদ্রোহে অংশ নিয়েছিলেন, তাঁদের বিরুদ্ধে সব ফৌজদারি অপরাধের অভিযোগ প্রত্যাহার করে নেওয়ার ঘোষণা দিয়েছে রাশিয়ার ফেডারেল সিকিউরিটি সার্ভিস। এমনকি যাঁরা ইতিমধ্যে সশস্ত্র বিদ্রোহের জন্য বিচারের মুখোমুখি হয়েছেন, তাঁদের ক্ষেত্রেও অভিযোগ তুলে নেওয়া হবে।

ভাগনারের প্রধান ইয়েভগেনি প্রিগোশিন বিদ্রোহ ঘোষণা করে গত শনিবার তাঁর বাহিনী নিয়ে ইউক্রেন সীমান্ত পেরিয়ে রাশিয়ার রাজধানী মস্কো অভিমুখে অভিযাত্রা করেছিলেন। পরে বেলারুশের মধ্যস্থতায় তিনি এ অভিযাত্রা বন্ধ করেন। সমঝোতায় বলা হয়, প্রিগোশিন বেলারুশে চলে যাবেন। বিদ্রোহের কারণে আনা অভিযোগ প্রত্যাহার হবে।

বিদ্রোহ থেকে সরে আসার পর গতকাল প্রথমবারের মতো অডিও বার্তা দেন প্রিগোশিন। এতে তিনি দাবি করেন, প্রেসিডেন্ট পুতিনকে ক্ষমতাচ্যুত করতে নয়, বরং প্রতিবাদ জানাতে মস্কো অভিমুখে যাত্রা করেছিল তাঁর বাহিনী।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের অন্যান্য খবর
©বাংলাদেশবুলেটিন২৪