1. boyd94289@gmail.com : Ayon Islam : Ayon Islam
  2. tanvirinternational2727@gmail.com : NewsDesk :
  3. hrbangladeshbulletin@gmail.com : News Room : News Room
  4. 25.sanowar@gmail.com : Sanowar Hossain : Sanowar Hossain
  5. bangladeshbulleting646@gmail.com : Sohel Desk : Sohel Desk
শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৪:২৪ অপরাহ্ন

শান্তিরক্ষী মিশন হতে একটি নির্দিষ্ট সংখ্যক সেনা সদস্যদের  ফেরত পাঠাচ্ছে জাতিসংঘ

  • সময় : বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫
  • ৩৯

আন্তর্জাতিক ডেস্ক-

আর্থিক সংকটের ফলে শান্তিরক্ষা মিশনে দায়িত্বরত বিভিন্ন দেশের সেনা সদস্যদের দেশে ফেরত পাঠিয়ে দিচ্ছে জাতিসংঘ।আগামী কয়েক মাসের মধ্যে নিজেদের শান্তিরক্ষা মিশনের পরিধি কমিয়ে আনার পরিকল্পনা হিসেবে এই পদক্ষেপ নিতে যাচ্ছে সংস্থাটি। ফরাসি সংবাদমাধ্যম ফ্রান্স-২৪ এর এক প্রতিবেদন হতে এ তথ্য জানা গেছে।

জাতিসংঘের কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তা গতকাল বুধবার জানান, শান্তিরক্ষা মিশনে যুক্তরাষ্ট্রের অর্থায়ন নিয়ে অনিশ্চয়তা থাকায় তারা এ সিদ্ধান্ত নিতে বাধ্য হচ্ছেন। নাম প্রকাশ না করার শর্তে এক কর্মকর্তা বলেন, ‘সবমিলিয়ে আমাদের ২৫ শতাংশ শান্তিরক্ষী পুলিশ ও সেনাকে ফিরিয়ে নিতে হবে। সঙ্গে তাদের যন্ত্রাংশ এবং বেসামরিক অনেক কর্মীও এ সিদ্ধান্তের কারণে ক্ষতিগ্রস্ত হবেন।’

২৫ শতাংশের অর্থ হলো প্রায় ১৩ থেকে ১৪ হাজার শান্তিরক্ষীকে নিজ দেশে চলে যেতে হবে।

শান্তিরক্ষা মিশনের অর্থায়নে যুক্তরাষ্ট্র সর্বোচ্চ ২৬ শতাংশ অবদান রাখে। দ্বিতীয় সর্বোচ্চ অবদান রয়েছে চীনের। দেশটি জাতিসংঘের মিশনের ২৪ শতাংশ অর্থ দেয়। ১ জুলাই নতুন অর্থ বছর শুরু হওয়ার আগেই যুক্তরাষ্ট্রের কাছে জাতিসংঘ ১ দশমিক ৫ বিলিয়ন ডলার পাওনা ছিল। এখন নতুন করে পাওনা বেড়েছে আরও ১ দশমিক ৩ বিলিয়ন ডলার। ফলে সবমিলিয়ে এখন যুক্তরাষ্ট্রের কাছে জাতিসংঘ ২ দশমিক ৮ বিলিয়ন ডলার পাবে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত আগস্টে একতরফাভাবে শান্তিরক্ষা মিশনের জন্য বরাদ্দকৃত ৮০০ মিলিয়ন ডলার বাতিল করেন। এই অর্থ ২০২৪ এবং ২০২৫ সালের জন্য বরাদ্দ করা হয়েছিল। অপরদিকে মার্কিন প্রেসিডেন্টের দপ্তর ২০২৬ সালের জাতিসংঘর শান্তিরক্ষা মিশনের জন্য বাজেট বরাদ্দ বাতিলের প্রস্তাব দিয়েছে। হোয়াইট হাউজ বলেছে, মালি, লেবানন এবং কঙ্গোতে এসব মিশন সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। মূলত এ কারণেই অর্থ সংকট দেখা দিয়েছে।

উল্লেখ্য, জাতিসংঘ বিশ্বব্যাপী সর্বমোট  ৯টি শান্তিরক্ষী মিশন পরিচালনা করছে।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের অন্যান্য খবর
©বাংলাদেশবুলেটিন২৪