প্রতিবেদক, সাকিব আসলাম
সাভারের রাজফুলবাড়িয়ার রাজাঘাট এলাকা থেকে অপহৃত দুই বছরের শিশু তাবাছছুম আক্তার রাইশাকে অপহরণের ২৪ ঘন্টার মধ্যে উদ্ধার করেছে পুলিশ। সেইসাথে অপহরণ করে মুক্তিপণ চাওয়ার অপরাধে অপরণকারী দম্পতি চাঁন মিয়া ও বৃষ্টিকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার (১ জুন) দুপুরে ঢাকা জেলা পুলিশের সম্মেলন কক্ষে এক প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার (এস পি) মোঃ আসাদুজ্জামান এসব তথ্য জানান। এর আগে বুধবার (৩১ মে) ঢাকার ফকিরাপুল থেকে শিশুটিকে উদ্ধার করেছে পুলিশ। সেই সাথে অপরণকারী দম্পতি চাঁন মিয়া (৩০) ও বৃষ্টিকে (২৮) গ্রেপ্তার করা হয়েছে।
প্রেস ব্রিফিং এ ঢাকা জেলার পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান বলেন, আসামী বৃষ্টি ও তার স্বামী চান মিয়া ভুক্তভোগীর পূর্বপরিচিত। সে সুবাদে বাসায় আসা যাওয়া ছিল তাদের। গত (৩০ মে) বিকাল পাঁচটায় খেলাধুলার কথা বলে শিশুটিকে বাসা থেকে তুলে নিয়ে যায়। পরে রাত এগারোটায় ফোন দিয়ে ২,৫০,০০০ হাজার টাকা মুক্তিপণ দাবি করেন। দাবিকৃত টাকা না দিলে প্রাণে মারার হুমকিও দেন তারা। অবশেষে উপায় না পেয়ে নগত ৫ হাজার টাকা মোবাইলে দেয় ভুক্তভোগী।
পুলিশ সুপার আরও বলেন, কোন উপায় না পেয়ে ভুক্তভোগী সাভার মডেল থানায় অভিযোগ করলে ডিএমপির বিভিন্ন থানায় অভিযান চালিয়ে আসামীদের গ্রেফতার করে উদ্ধার করা হয় শিশুটিকে। আসামীদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা অপহরনের ঘটনাটি স্বীকার করেন। আসামীদের বিরুদ্ধে সাভার মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০৩ এর ৭/৮/৩০ ধারায় মামলা রুজু করা হয়েছে।
মোঃ আসাদুজ্জামান বলেন, শিশুটিকে পরিবারের কাছে বিভিন্ন উপহার সামগ্রীসহ মা-বাবার কাছে হস্তান্তর এবং আসামিদের রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।
বা বু ম/ এস আর