1. tanvirinternational2727@gmail.com : NewsDesk :
  2. hrbangladeshbulletin@gmail.com : News Room : News Room
  3. 25.sanowar@gmail.com : Sanowar Hossain : Sanowar Hossain
মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫, ০২:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে দিনব্যাপী উদযাপিত হলো বাংলা নববর্ষ ১৪৩২ সাভারের আলোচিত ডাকাত সর্দার লেগুনা আপেল গ্রেপ্তার আমরা ‘হানাহানি-বিদ্বেষমুক্ত একটা শান্তির দেশ চাই’- সেনাপ্রধান বাংলাদেশে মৃদু মাত্রার ভূমিকম্প অনুভূত পরিবর্তিত হলো মঙ্গল শোভাযাত্রার নাম দেশব্যাপী আজ শুরু হচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষা পহেলা বৈশাখকে কেন্দ্র করে ব্যাপক নিরাপত্তার পরিকল্পনা নেয়া হয়েছে- ডিএমপি কমিশনার আগামী ২১ এপ্রিল কাতার সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা হামলা ও ভাঙচুরের ঘটনা জননিরাপত্তা এবং আইনের শাসনের অবমাননা- প্রধান উপদেষ্টার প্রেস উইং প্রবাসীদের ভোটিংয়ের জন্য একটি কার্যকরী উপায় খুঁজছে কমিশন- সিইসি

সাভারে গাঁজা বিক্রির সময় পুলিশের হাতে মাদক ব্যবসায়ী গ্রেফতার

  • সময় : বৃহস্পতিবার, ৯ মার্চ, ২০২৩
  • ১৬২

নিজস্ব প্রতিবেদক, সাভার :

ঢাকার সাভারে মাদক বিক্রির সময় আধা কেজি গাঁজাসহ শীর্ষ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। যার আনুমানিক বাজার মূল্য প্রায় পনের হাজার টাকা।

সোমবার (৬ মার্চ) বিকালে গোপন সংবাদের ভিত্তিতে পশ্চিম কাউন্দিয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করে সাভার মডেল থানা পুলিশ। মঙ্গলবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন কাউন্দিয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই সুব্রত দাস।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী মোঃ জাহাঙ্গীর আলম(৩৮) বরিশাল জেলার মুলাদী থানার লক্ষ্মীপুর গ্রামের মৃত আব্দুল মতিন হালদারের ছেলে। তিনি দীর্ঘদিন যাবত রাজধানীর মিরপুর বেলতলী বড়বাজার এলাকায় থেকে সাভারের কাউন্দিয়া সহ বিভিন্ন স্থানে মাদক বিক্রি করে আসছিলেন।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সাভার মডেল থানার কাউন্দিয়া ইউনিয়নের পশ্চিম কাউন্দিয়া ছাপরা মসজিদ সংলগ্ন এলাকা থেকে মাদক বিক্রির সময় আধা কেজি গাঁজা সহ জাহাঙ্গীর আলমকে হাতেনাতে ধরা হয়। জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন যাবত মাদক বিক্রির সাথে সংশ্লিষ্টতার কথা স্বীকার করে। তার বিরুদ্ধে সাভার মডেল থানা সহ রাজধানীর বিভিন্ন থানায় নারী নির্যাতন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের হওয়া একাধিক মামলা আদালতে বিচারাধীন রয়েছে।

এ ব্যাপারে কাউন্দিয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই সুব্রত দাস বলেন, সোমবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য কেনাবেচার খবর পেয়ে ওসি স্যারের নির্দেশে অভিযান চালিয়ে সাভার মডেল থানাধীন পশ্চিম কাউন্দিয়া ছাপরা মসজিদ সংলগ্ন এলাকা থেকে জাহাঙ্গীর আলমকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে আধা কেজি গাঁজা উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজারমূল্য পনের হাজার টাকা। তাকে জিজ্ঞাসাবাদে জানা যায়, তিনি রাজধানীর মিরপুর, দারুস সালাম, সাভারসহ আশপাশের এলাকায় মাদকদ্রব্য বিক্রি করতেন। মামলা দায়েরের পর তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের অন্যান্য খবর
©বাংলাদেশবুলেটিন২৪