বগুড়ার শিবগঞ্জের দৈউলী ইউপির বিহারপুর গ্রামের মৃত শামীম এর পরিবারকে খাদ্য সহযোগীতা করলেন শিবগঞ্জ থানার ওসি মিজানুর রহমান।ঈদের দিন আগে ২৪ শে মে সন্ধ্যা ৭টা সকলে ঈদের শুভেচ্ছা বিনিময়ে ব্যস্ত ঠিক তখনই শিবগঞ্জ উপজেলার বিহারপুর গ্রামে মাত্র ১ হাজার টাকার জন্য ভাতিজা রনির ছুরিকাঘাত এ মারা যায় শামীম(৩৮)। শামীম কে হত্যাকারী তার বড় ভাই ও ভাতিজা রনি বিজ্ঞ আদালতে তাদের দোষ স্বীকার করে। কিন্তু অপরদিকে পরিবারের একমাত্র উপার্জনকারী শামীমকে হারিয়ে কষ্ট ও অসহায়ভাবে দিন কাটাচ্ছে।এ কথা চিন্তা করে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মিজানুর রহমান খাদ্য সহযোগীতা নিয়ে মোকামতলা তদন্ত কেন্দ্রের ইনচার্জ শ্রী সনাতন চন্দ সরকারকে নিয়ে ছুটি যান সেই অসহায় পরিবারের বাড়িতে। চাল,ডাল,তেল,সহ বিভিন্ন উপহার সামগ্রী প্রদান করেন ওসি মহোদয়।খাদ্য সহযোগীতা পেয়ে কিছুদিন খেয়ে বাঁচতে পারবে পরিবারটি।