কুমিল্লা ব্যুরো:
কুমিল্লা জেলার সদর দক্ষিন উপজেলার সোয়াগাজী এলাকা থেকে ফেন্সিডিলসহ একজনকে গ্রেপ্তার করা হয়েছে। বিষয়টি জানান র্যাব-১১, সিপিসি-২, কুমিল্লার কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন।
র্যাব জানায় গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শুক্রবার দুপুরে জেলার সদর দক্ষিন উপজেলার সোয়াগাজি এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মাদক পরিবহনের সময় ১৪৯ বোতল ফেন্সিডিলসহ মোঃ রোহান ইসলাম (১৯) নামে একজনকে গ্রেপ্তার করা হয়। সে নীলফামারী জেলার জলঢাকা থানার পাঠান পাড়া গ্রামের বাসিন্দা।
র্যাব গ্রেপ্তারকৃত রোহানের বরাত দিয়ে জানায়, বোরহান কুমিল্লসহ দেশের বিভিন্ন স্থানে ফেন্সিডিলসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল । এ বিষয়ে সদর দক্ষিন থানায় মামলা হয়েছে।