আনোয়ার সাদত জাহাঙ্গীর,ময়মনসিংহঃ
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের শিশু ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে র্যাব-১৪। গ্রেফতারকৃত যুবকের নাম মো. হাদিস মিয়া (৩৫) নামে। সোমবার মধ্যরাতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
মঙ্গলবার দুপুরে র্যাবের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়।র্যাব-১৪ এর সহকারি পরিচালক ও স্কোয়াড কমান্ডার মো. আনোয়ার হোসেন জানান,শিশু ধর্ষণে অভিযুক্ত ঘটনার পর থেকে সে পলাতক ছিলেন। তথ্য প্রযুক্তির সহায়তায় অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
তিনি আরো জানান,গত ১৫ ফেব্রুয়ারি জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার একটি গ্রামে দশ বছর বয়সী এক শিশু বগাপুতা গ্রামে মো. হাদিস মিয়া দ্বারা ধর্ষণের শিকার হয়। ওই মামলায় পলাতক ছিলেন হাদিস মিয়া। ঘটনার পর থেকে পলাতক হাসিদের সন্ধানে নামে র্যাব-১৪ এর একটি দল। পরে ঢাকা সিটি করপোরেশনের যাত্রাবাড়ী থানার কাজলারপাড় এলাকা থেকে সোমবার রাতে গ্রেফতার করা হয় হাদিসকে।
এঘটনায় ভিকটিমের মা মোছা.নাছিমা খাতুন বাদী হয়ে গত ১৫ ফেব্রুয়ারী ঈশ্বরগঞ্জ থানায় ধর্ষণ মামলা দায়ের করেন। যাহার মামলা নং-১৬, তারিখ-১৫/০২/২০২২ খ্রি. ধারা-নারী ও শিশুনির্যাতনপ্রতিরোধ দমনআইন ২০০০ (সংশোধনী/০৩) এর ৯(১)। ধৃত আসামীকে ঈশ্বরগঞ্জ থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে র্যাব।