1. boyd94289@gmail.com : Ayon Islam : Ayon Islam
  2. tanvirinternational2727@gmail.com : NewsDesk :
  3. hrbangladeshbulletin@gmail.com : News Room : News Room
  4. 25.sanowar@gmail.com : Sanowar Hossain : Sanowar Hossain
  5. bangladeshbulleting646@gmail.com : Sohel Desk : Sohel Desk
শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৯:০৯ অপরাহ্ন

অষ্টম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,প্রবাসীর বিরুদ্ধে মামলা

  • সময় : মঙ্গলবার, ১ মার্চ, ২০২২
  • ২৮০


নোয়াখালী প্রতিনিধি:


নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়াতে অষ্টম শ্রেণির এক স্কুলছাত্রীকে (১৪) ধর্ষণ চেষ্টার অভিযোগ এক প্রবাসীর বিরুদ্ধে মামলা হয়েছে।

অভিযুক্ত ব্যক্তির নাম আবু তাহের (৪০)। সে উপজেলার সোনাদিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের পূর্ব চরচেঙ্গা গ্রামের মৃত আব্দুল আলিমের ছেলে।

মঙ্গলবার (১ মার্চ) সকালে ভুক্তভোগী শিক্ষার্থীর বাবা বাদী হয়ে নারীও শিশু নির্যাতন দমন আইনে হাতিয়া থানায় এ মামলা দায়ের করেন। হাতিয়া থানায় মামলা নং-১।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমির হোসেন এসব তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ভিকটিমের মা-বাবা গত ২১ ফেব্রুয়ারি একটি বিয়ের অনুষ্ঠানে যান। তখন তাদের ঘরে অষ্টম শ্রেণি পড়ুয়া মেয়ে একা ছিলেন । এতে প্রতিবেশী প্রবাসী আবু তাহের ঘরে ঢুকে ওই মেয়েকে প্রথমে কু-প্রস্তাব দিয়ে গায়ে হাত দেন। একপর্যায়ে জোর পূর্বক ধর্ষণের চেষ্টা চালায়। পরে ভুক্তভোগীর শৌর চিৎকার শুনে বাড়ির লোকজন এগিয়ে এলে অভিযুক্ত প্রবাসী পালিয়ে যায়।

ওসি আমির হোসেন আরো বলেন, ভুক্তভোগীর বাবার লিখিত অভিযোগের ভিত্তিতে নারীও শিশু নির্যাতন দমন আইনে মামলা নেওয়া হয়েছে। পুলিশ অভিযুক্ত আসামিকে গ্রেফতারে চেষ্টা চালাচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের অন্যান্য খবর
©বাংলাদেশবুলেটিন২৪