‘ও মন রমজানের ঐ রোজার শেষে এল খুশির ঈদ’… দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর ঈদে গানটি বাজানো যেন বাঙালির রেওয়াজে পরিণত হয়েছে। রেডিও, টিভি এমনকি পাড়া-মহল্লায় গানটি বেজে ওঠে। গানের তালে আনন্দে মাতে সবাই। আজ পবিত্র ঈদুল ফিতর। বাংলাদেশসহ বিশ্বের অনেক দেশের ইসলাম ধর্মাবলম্বীরা আজ পালন করছেন বিশেষ দিনটি। এই গানের রচয়িতা, বাংলা ভাষা ও সাহিত্যের অন্যতম প্রাণপুরুষ, আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। বাঙালির আবেগ-অনুভূতিতে জড়িয়ে থাকা চিরবিদ্রোহী এ কবির ১২১তম জন্মজয়ন্তী আজ।