বিল্লাল হোসেন, যশোর প্রতিনিধি:
যশোরের চৌগাছা উপজেলায় নবনির্বাচিত এক ইউপি সদস্যকে (মেম্বার) কুপিয়ে খুন করা হয়েছে। এই ঘটনায় আরও ১ জন গুরুতর আহত হন। মর্জাদ বাওড় থেকে মাছ ধরা নিয়ে গোলযোগের জেরে ২১ ফেব্রুয়ারি (সোমবার) রাত সাড়ে ৭ টার দিকে পাতিবিলা বাজারে এই ঘটনা ঘটে। নিহতের নাম ঠান্ডু বিশ্বাস (৫০) পাতিবিলা গ্রামের সিরাজুল ইসলামের ছেলে। তিনি পাতিবিলা ইউনিয়নের চার নম্বর ওয়ার্ডের নবনির্বাচিত সদস্য ছিলেন। আহত আব্দুল হামিদ যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।
আব্দুল হামিদ জানান, স্থানীয় মর্জাদ বাওড়ে মাছ ধরাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বিরোধ চলছিলো। এরই জেরে রোববার প্রতিপক্ষের মারপিটে একজন আহত হন। এরপর থেকে দুই পক্ষের মধ্যে উত্তেজনা চলছিলো। সোমবার রাতে ঠান্ডু মেম্বার ও তাকে (হামিদ) প্রতিপক্ষ এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে আনেন।
ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, মেম্বার ঠান্ডু পাতিবিলা বাজারের হাজী শাহাজান আলী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান ফটক সংলগ্ন একটি দোকানে চা পান করছিলেন। এ সময় পাতিবিলা গ্রামের টিটোর নেতৃত্বে কয়েকজন দুর্বৃত্ত হামলা চালিয়ে ঠান্ডু মেম্বরসহ দুইজনকে কুপিয়ে জখম করে। প্রথমে তাদের চৌগাছা মডেলে পরে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
সার্জারী বিভাগের সহযোগী অধ্যাপক ডা. এনকে আলম জানান, ঠান্ডু মেম্বার ও আব্দুল হামিদকে রাত পৌনে ৯ টার দিকে জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় কিছু সময় পর ঠান্ডু মারা যান। তিনি আরও জানান, আঘাতটি এতটাই গুরতর ছিলো যে নিহতের পেটের বাম পাশ ছিদ্র হয়ে ভুড়ি বের হয়ে যায়। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ নিশ্চিত করে বলা যাবে। আহত হামিদের অবস্থাও গুরুতর বলে জানান এই চিকিৎসক।
চৌগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম সবুজ জানান, মেম্বার ঠান্ডুর মৃতদেহ জেনারেল হাসাপাতাল মর্গে রয়েছে। মঙ্গলবার ময়নাতদন্ত শেষে মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। ওসি আরও জানান, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। হত্যার সাথে জড়িতদের আটকে অভিযান চালানো হচ্ছে।