প্রকৃতিকে ভালোবাসিভালোবাসি বাঁশঝাড়,
শহর থেকে গ্রামভালো লাগে আমার।
ছায়া ঢাকা পাখি ডাকাহালকা শীতের ছোঁয়া,
কী মজা! আরো দেখছিভাপা পিঠার ধোঁয়া।
আমি যেন প্রকৃতি কন্যা মিলে মিশে একাকার,
একসাথে বসে উনোনের পাশেপিঠা খেতে ভালো লাগে আমার।
কখনো দেখি গাছের পাতায়ফোঁটা ফোঁটা জলবিন্দু,
বাঁশঝাড়ের সাথেই সখ্যতায়হয়ে উঠলাম প্রিয় বন্ধু।গ্রাম যেন হাতছানি দিয়েবলছে আমারে ডেকে,
আজ থেকে আমাদের সাথেতুমিও যাও থেকে।
প্রকৃতির ভালোবাসার মুগ্ধতাআমারে ভাসালো স্রোতে,প্রকৃতির কন্যা ছিলাম আমিগতকাল প্রাতে।
কবি” মিতা পোদ্দার।