এস আর,সোহেল রানা,তানোর(রাজশাহী) প্রতিনিধিঃ
রাজশাহীর তানোর থানা পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ মাদক এ্যালকোহল সহ ১জনকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) রাতে বিশেষ অভিযান চালিয়ে নিষিদ্ধ মাদক এ্যালকোহলসহ মেরাজ উদ্দিন নামের এক মুদি ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
থানা পুলিশ সূত্রে জানা গেছে, তানোর উপজেলার চাঁন্দুড়িয়া ইউনিয়ন(ইউপি)’র জুড়ানপুর গ্রামের মৃত খাজা আহমেদের পুত্র মেরাজ উদ্দিন দীর্ঘদিন ধরে মুদি দোকানের আড়ালে নিষিদ্ধ মাদক এ্যালকোহল বিক্রি করে আসছিলো।
জেলা পুলিশ সুপারের দিকনির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে হাতেনাতে ৯৫বোতল নিষিদ্ধ এ্যালকোহল সহ মেরাজ উদ্দিনকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছে থেকে ৯৫বোতল এ্যালকোহল উদ্ধার করা হয়। যাহার আনুমানিক মূল্য ২৪হাজার ৩শত টাকা।
তানোর থানার অফিসার ইনচার্জ ওসি কামরুজ্জামান মিয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে নিষিদ্ধ এ্যালকোহলসহ আসামিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে রুজু করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।