1. boyd94289@gmail.com : Ayon Islam : Ayon Islam
  2. tanvirinternational2727@gmail.com : NewsDesk :
  3. hrbangladeshbulletin@gmail.com : News Room : News Room
  4. 25.sanowar@gmail.com : Sanowar Hossain : Sanowar Hossain
  5. bangladeshbulleting646@gmail.com : Sohel Desk : Sohel Desk
শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ০৩:২২ অপরাহ্ন

শুধু তোমারি জন্য

  • সময় : সোমবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২২
  • ৩৬৪

শুরুটা করছি গল্প দিয়ে অল্পতে করবো শেষ,

শুধু তোমারি জন্যআজকের এই দিবস।

যদি সবাই এমন বলেআমি মানছি না,

বিশেষ দিন ছাড়া কী?তোমায় ভালোবাসা যায়না।

আমার ভালোবাসা যে সারা জনম শুধুই তোমার জন্য,

তোমার আগে মরণেইআমি হবো ধন্য।

গোলাপ ফুলে কাঁটা আছেনিতে চাইনা আমি,

আমার কাঁছে শুধুই তুমিসবচেয়ে দামী।

বিশেষ কোন দিবসে নয়সঙ্গ দিও সারাজীবন,

অন্য কারো জন্য নয়তোমায় তো দিয়েছি মন।

কোন কিছুতেই চাহিদা  নেইসম্মানটুকু দিও,

অভিমানের পরেওনিজের করে নিও।

সাধ্যের ভিতর চলতে চাইএই তোমার সাথে,

সকল বেদনা শেয়ার করবোতুমি ভাগ নিও তাতে।

চোখ ভেজা নয়নেআমি খুবই  নগন্য,

ভালবাসা রইলো সারাজীবনেরশুধু তোমারি জন্য।চোখের জল মুছে দিয়েবলো,

কেঁদোনা লক্ষ্মী  মেয়ে,

ভালোবাসি শুধুই তোমায়নিজের জীবনের চেয়ে।

কবি: মিতা পোদ্দার ।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের অন্যান্য খবর
©বাংলাদেশবুলেটিন২৪